Makar Sankranti: মকর সংক্রান্তির শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Jan 14, 2026, 09:03 AM IST

মকর সংক্রান্তির এই উৎসবে নতুন গুড় আর পিঠে পুলির গন্ধে জীবন ভরে উঠুক। সূর্যের উত্তরায়ণ আপনার জীবনে নতুন আশা, সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনাই করা হয়েছে।

PREV
15

নতুন গুড় আর পিঠে পুলির গন্ধে ভরে উঠুক চারপাশ, মকর সংক্রান্তি নিয়ে আসুক অফুরান সুখের আশ্বাস।

আকাশে উড়ুক রঙিন ঘুড়ি, পাতে থাকুক পিঠে পুলি আর মনে থাকুক একরাশ হাসি। শুভ মকর সংক্রান্তি।

সূর্যের উত্তরায়ণ গমনের সঙ্গে সঙ্গে আপনার জীবনের আসুক নতুন আশার আলো। শুভ মকর সংক্রান্তি।

মাঠের সোনালি শস্যের মতো আপনার জীবনও ভরে উঠুক সাফল্যে। শুভ মকর সংক্রান্তি।

25

সপরিবারের পিঠে পুলি আর আনন্দে মেতে উঠুন এই বিশেষ দিনে। শুভ মকর সংক্রান্তি।

মিঠে রোদ আর গরম গরম পুলি পিঠের স্বাদ আপনার দিনটি স্মরণীয় করে রাখুক।

বাঙালির চিরন্তন উৎসবের ঐতিহ্যে মিশে থাকুক আপনার হাসি। শুভ মকর সংক্রান্তি।

সকল অভাব দূরে গিয়ে ফিরে আসুক স্বচ্ছলতা। শুভ মকর সংক্রান্তি।

35

মকর সংক্রান্তির হাড়কাঁপানো শীতে পিঠে পুলির উষ্ণতা আপনাকে ও আপনার পরিবারকে ঘিরে থাকুক।

ছোটবেলার সেই পিঠে বানানোর স্মৃতি মনে করিয়ে দিয়ে দিনটি কাটুক আনন্দে।

ঘুড়ি ওড়ানোর আনন্দ আর পিঠে খাওয়ার ব্যস্ততা- সব মিলিয়ে কাটুক এক চমৎকার কর সংক্রান্তি।

আগামী দিনগুলো হোক উন্নতির সোপান। শুভ মকর সংক্রান্তি।

45

পিঠে পুলির স্বাদের মতো মিষ্টি মুহূর্তে ভরে উঠুক আপনার জীবন।

উৎসবের আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত। শুভ মকর সংক্রান্তি।

শুভ হোক আপনার মকর সংক্রান্তি।

নতুন ফসলের সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসুক পরিশ্রমের প্রাপ্য ফল। শুভ মকর সংক্রান্তি।

55

মকর সংক্রান্তির এই পবিত্র লগ্নে আপনার জীবন ফিরে আসুক আলো, শান্তি আর নতুন আশার সূচনা হোক।

সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে আপনার জীবনের অন্ধকার দূরে সরে যাক। আলোকিত হোক জীবন। শুভ মকর সংক্রান্তি

পৌষের মিঠে রোদে যেমন শরীর উষ্ণ হয়, তেমনই আপনার মন ভরে উঠুক ভালোবাসা ও তৃপ্তিতে। শুভ মকর সংক্রান্তি।

রইল মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবন হোক স্থির ও সমৃদ্ধ।

Read more Photos on
click me!

Recommended Stories