ভাইফোঁটার দিনে ভাই-বোনের ভালোবাসা ও শুভকামনার কথা উঠে এসেছে এই লেখায়। ঈশ্বরের কাছে ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এই উৎসবের মাধ্যমে বন্ধন করুন ভাই বোনের সম্পর্ক।
শুভ ভাইফোঁটা। আমার ছোট বোনকে ঈশ্বর যেন সর্বদা সুখী রাখেন।
করি প্রাণ খুলে দীর্ঘায়ু কামনা আজকের দিনে,
ভাই তুই চির সুখী থাকিস এই বিশ্বভুবনে। শুভ ভাইফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা।
পুব আকাশে সূর্য হাসে
সোনা ভরা সকালে,
বোন দেবে আজ ফোঁটা
ভাইয়ের কপালে।
শুভ ভাইফোঁটা।
আমি কোনওদিন শব্দে
বোঝাতে পারব না,
যে তোমার মতন একটা
ভাই পেয়ে আমি কতটা সৌভাগ্যবান।
যমের দুয়ারে পড়বে কাঁটা এমন শুভ দিনে,
প্রেম প্রীতি ভালোবাসায় রেখো বোনকে মনে। শুভ ভাইফোঁটা।
আমার মিষ্টি ভাইকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ ভাইফোঁটা।
তোমার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। শুভ ভাইফোঁটা।
এই উৎসব আমাদের বন্ধনকে আগের চেয়ে আরও শক্তিশালী করুক এবং আনন্দ ও সমৃদ্ধি বর্ষণ করুক। শুভ ভাইফোঁটা।
আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য ও আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ ভাইফোঁটা।