রোজ ব্যবহার তো করেন, আপনি বলতে পারবেন বাংলায় BRA-কে কি বলে? কেউ পারেননি এর উত্তর দিতে!

ব্রা নিয়ে অনেক হইচই। কারোর কাছে এটা সেক্স সিম্বল, কারোর কাছে স্বাস্থ্য রক্ষার অন্যতম হাতিয়ার। তবে যাই হোক না কেন, এই বিশেষ অন্তর্বাসকে আমরা ব্রা বলেই চিনি। এবার একটা বেয়াড়া রকমের প্রশ্ন রাখলাম আপনাদের কাছে! বলুন তো ব্রা-কে বাংলায় কী বলে!

Parna Sengupta | Published : Feb 6, 2024 5:26 PM IST
19

অনেকেই বলেন, অর্ন্তবাস না পরলে স্তনের গঠন নষ্ট হয়ে যায়। এই বক্তব্যটির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, ব্রা না পরার একাধিক উপকারিতা রয়েছে।

29

ব্রা পরা বা না পরা নিয়ে তর্ক চলতেই থাকবে। এরই মাঝে একটা অদ্ভুত প্রশ্নের উত্তর দিন দেখি! বলুন তো ব্রা-কে বাংলায় কী বলে!

39

মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ পোশাকের মধ্যে একটি হলো ব্রা। এই পোশাকটি মূলত ব্যবহার হয় মহিলাদের প্রধান অন্তর্বাস হিসাবে। আজকের দিনেও এই পোশাকটি নিয়ে অনেক ট্যাবু রয়ে গেছে। অনেকেই এই পোশাক নিয়ে প্রকাশ্যে কথা বলতে লজ্জা বোধ করেন।

49

এই পোশাক নিয়ে অনেকেই নিজের পরিবারের মানুষের সঙ্গেও আলোচনা করতে চান না। তবে, এই পোশাক নিয়ে মহিলাদের মধ্যেও ভুল ধারণার অন্ত নেই। অনেকেই এমন আছেন যারা এই পোশাকের আসল অর্থ জানেন না ।

59

কোথা থেকে এই পোশাকের নাম হলো ব্রা, সেটাও অনেকেই জানেন না। আজকে আমরা সেটাই আপনাদের জানাতে চলেছি। অনেকেই হয়ত জানেন না, এই পোশাকটির নাম এসেছে একটি ফরাসি শব্দ থেকে।

69

১৮৯৩ সালে একটি ফরাসি সংবাদপত্রে এই শব্দটির প্রথম ব্যবহার হয় এবং সেখান থেকেই এই পোশাকের নামকরণের সূত্রপাত। এর পর থেকে বিভিন্ন ম্যাগাজিনে এই শব্দর্টির ব্যাপারে উল্লেখ পাওয়া যায়।

79

কয়েক বছর পরে বিশ্বে সবথেকে বড় অভিধান অক্সফোর্ড অভিধানেও এর উল্লেখ পাওয়া যায়। আর তারপর থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সব জায়গায়। এবার জানাতে যাচ্ছি, এই পোশাকের নামের আসল অর্থ কি।

89

১৯৩০ সালে প্রথমবারের মতো কাপের ব্যবহার শুরু হয় ব্রায়ে আর এই ব্যবহার শুরু করে HS CAMP কোম্পানি। প্রাথমিকভাবে এই পোশাকের মূল অর্থ ছিল শিশুদের অন্তর্বাস। তবে পরে এই পোশাকটিকে মহিলাদের জন্য তৈরি করা হয় নতুন করে। তখন থেকে এই ব্রায়ের নতুন ডিজাইনের উদ্ভব।

99

এই BRA শব্দটির আক্ষরিক অর্থ হলো Breast Resting Area, অর্থাৎ স্তন বিশ্রামের জায়গা। তবে সময় যত এগিয়েছে এই পোশাকের ডিজাইনে একাধিক পরিবর্তন এসেছে। তার সাথেই এসেছে প্রতিটি ডিজাইনে আলাদা আলাদা কাপ।

Share this Photo Gallery
click me!

Latest Videos