Christmas 2023: পরিবার ও বন্ধুদের জানান শুভেচ্ছা, রইল ক্রিসমাসের সের ১০ শুভেচ্ছা বার্তা

গত রাত থেকেই সর্বত্র চলছে বড়দিনের উৎসব। বর্ষশেষের এই উৎসবের দিনে শুভেচ্ছা জানান সকলকে। রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তা। পরিবার ও আত্মীয়কে পাঠাতে পারেন এমন বার্তা।

Sayanita Chakraborty | Published : Dec 25, 2023 7:24 AM
110

উপভোগ করো একটি অসাধারণ বড়দিন, বড়দিনের আবেশ তোমার জীবনে নিয়ে আসুক আনন্দ।

210

রইল বড়দিনের শুভেচ্ছা। সারাজীবন ভালো কাটুক, আনন্দে কাটুক।

310

প্রত্যাশা করি সুন্দর একটি দিনের, যে দিনটা শুধু তোমার হবে। প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের যেটা তোমার কথাই বলবে। মেরি ক্রিসমাস।

410

আগত নতুন বছর তোমার জীবনে নিয়ে আসুন আনন্দ। তার আগে বড়দিনে জানাই শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।

510

বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে। মেরি ক্রিসমাস।

610

বড়দিন মানে একরাশ খুশি। উপহার এবং আনন্দের সঙ্গে এই উৎসব উপভোগ করুন। রইল শুভেচ্ছা।

710

এই বড়দিনে সবার মন ভরে উঠুক সুখে, সম্প্রীতিতে ও সততায়। মেরি ক্রিসমাস।

810

বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে। মেরি ক্রিসমাস।

910

ক্রিসমাস হল এমন একটি জাদু কাঠি, যার পরশে পৃথিবীর সকল মানুষের জীবন আনন্দে ভরে ওঠে। মেরি ক্রিসমাস।

1010

বড়দিনের আলোয় তোমার জীবন হয়ে উঠুক আলোকিত। শুভ বড়দিন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos