আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন মা কালী। শুভ কালী পুজো।
এবারের কালী পুজোতে আপনার মনের সকল আশা পূরণ হোক, জীবন ভরে উঠুক আনন্দে।
এই কালী পুজো আপনার জীবনে সুখ নিয়ে আসুক। প্রদীপের আলোয় দূর হোক জীবনেক সকল অন্ধকার। শুভ কালীপুজো।
আপনার পরিবারে মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালীর আশীর্বাদ থাকুক আপনার ওপর। জানাই কালীপুজোর শুভেচ্ছা।
শুভ শ্যামা পুজো। আপনার ও আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা।
শ্যামা মা এসো ঘরে, আলোর দিশা দিয়ে, দ্বেষ-হিংসা সব ভুলে সৌভাগ্যের প্রতীক হয়ে। শুভ কালী পুজো।
সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী। রইল কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।
প্রার্থনা করি এই দীপাবলি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে দেবে। শুভ দিওয়ালি।
আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষত হোক। শুভ দীপাবলি।
দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় অর্থে ভরে থাকুক তোমার জীবন। শুভ দীপাবলি।
তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়, তোমাকে জানাই শুভেচ্ছা। শুভ দীপাবলি।
দীপাবলির উৎসব উপলক্ষে আলোয় ভরে উঠুক তোমার জীবন, সকল অন্ধকার দূর হোক। শুভ দীপাবলি।
মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়। শুভ দীপাবলি।
নতুন জামা ও উপহার লেনদেনের মাধ্যনে এই দিনটি হয়ে উঠুক আনন্দময়। শুভ দীপাবলি।
দীপাবলির রাত যেমন আলোয় ভরে ওঠে, তেমনই তোমার জীবন খুশির আলোয় ভরে উঠুক। শুভ দীপাবলি।
Sayanita Chakraborty