আলোর উৎসবে প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল ১৫টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

Published : Oct 30, 2024, 06:56 PM IST

ধনতেরাস থেকে দিওয়ালি, কালীপুজো- টানা কদিন ধরে চলছে আলোর উৎসব। এই শুভ সময় সকলকে জানান শুভেচ্ছা। রইল কালী পুজো ও দীপাবলির সেরা ১৫ টি শুভেচ্ছা। দেখে নিন প্রিয়জনকে কোনটা পাঠাবেন। 

PREV
115

আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন মা কালী। শুভ কালী পুজো।

215

এবারের কালী পুজোতে আপনার মনের সকল আশা পূরণ হোক, জীবন ভরে উঠুক আনন্দে।

315

এই কালী পুজো আপনার জীবনে সুখ নিয়ে আসুক। প্রদীপের আলোয় দূর হোক জীবনেক সকল অন্ধকার। শুভ কালীপুজো।

415

আপনার পরিবারে মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালীর আশীর্বাদ থাকুক আপনার ওপর। জানাই কালীপুজোর শুভেচ্ছা।

515

শুভ শ্যামা পুজো। আপনার ও আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা।

615

শ্যামা মা এসো ঘরে, আলোর দিশা দিয়ে, দ্বেষ-হিংসা সব ভুলে সৌভাগ্যের প্রতীক হয়ে। শুভ কালী পুজো।

715

সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী। রইল কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।

815

প্রার্থনা করি এই দীপাবলি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে দেবে। শুভ দিওয়ালি।

915

আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষত হোক। শুভ দীপাবলি।

1015

দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় অর্থে ভরে থাকুক তোমার জীবন। শুভ দীপাবলি।

1115

তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়, তোমাকে জানাই শুভেচ্ছা। শুভ দীপাবলি।

1215

দীপাবলির উৎসব উপলক্ষে আলোয় ভরে উঠুক তোমার জীবন, সকল অন্ধকার দূর হোক। শুভ দীপাবলি।

1315

মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়। শুভ দীপাবলি।

1415

নতুন জামা ও উপহার লেনদেনের মাধ্যনে এই দিনটি হয়ে উঠুক আনন্দময়। শুভ দীপাবলি।

1515

দীপাবলির রাত যেমন আলোয় ভরে ওঠে, তেমনই তোমার জীবন খুশির আলোয় ভরে উঠুক। শুভ দীপাবলি।

click me!

Recommended Stories