আপনার বাড়িতেও পিঁপড়ের উপদ্রব? স্থায়ীভাবে পিঁপড়া দূর করার ঘরোয়া টোটকা রইলো এশিয়ানেটের পাতায়

Published : May 03, 2025, 12:46 PM IST
Ant

সংক্ষিপ্ত

গরম এবং বর্ষায় পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পেতে রান্নাঘরের সামগ্রীই যথেষ্ট। কীটনাশকের বদলে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, লেবু, ভিনিগার ব্যবহারে স্থায়ী সমাধান পেতে পারেন।

ছোট্ট একটা পোকা, কখনো লাল বা কালো রঙের হয়। অথচ অতিষ্ট করে রাখে সারাবছর। গরমকালে বারান্দার রেলিং, রান্নাঘর থেকে শুরু করে বিছানা, জামাকাপড়েও পিঁপড়ের আনাগোনা বাড়তে পারে। পিঁপড়ার উৎপাত থেকে বাঁচতে অনেকে অনেক উপায় বেছে নেন। কিন্তু সবগুলো উপায় সব সময় কার্যকরী হয় না। আপনার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে তবে দুশ্চিন্তা না করে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়। কারণ কীটনাশক ব্যবহার করে পিঁপড়া তাড়াতে গেলে উল্টে আমাদেরই ক্ষতি হতে পারে। পিঁপড়ার হাত থেকে বাঁচতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়।

১) ভিনিগার

ভিনিগারের উগ্র গন্ধে পিঁপড়ের উপদ্রব বন্ধ হতে পারে। সমপরিমাণ ভিনিগার এবং জল একটি পাত্রে মিশিয়ে নিন। তার পর একটি স্প্রে বটলে ভরে যেখানে যেখানে পিঁপড়েদের আনাগোনা, সেই জায়গায় ছড়িয়ে দিন। আর পিঁপড়ের আগমন ঘটবে না।

২) সাবান

বাড়িতে বাসন মাজার তরল সাবান ব্যবহার করে পিঁপড়ে দূর করা সম্ভব। একটি পাত্রে সমপরিমাণ তরল সাবান এবং জল মিশিয়ে নিন। তার পর একটি স্প্রে বটলে ভরে যেখানে যেখানে পিঁপড়ের আধিক্য, সেখানে ছড়িয়ে দিন।

৩) পাতিলেবু

পাতিলেবুর রস ব্যবহার করে বাড়িতে পিঁপড়েদের উপদ্রব কমতে পারে। এই লেবুর রস দরজা, জানলা বা দেওয়ালের কোনও ফাটলে অল্প পরিমাণে ঢেলে রাখুন। এ ছাড়াও লেবুর খোসা ঘরের কোণে ছড়িয়ে রাখতে পারেন। পাতিলেবুর মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে, তা পিঁপড়ের দীর্ঘ সারি ভাঙতে সাহায্য করে।

৪) বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড

পিঁপড়েদের ফাঁদে ফেলতে পারে বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড। এক কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলে নিন। তার মধ্যে ২ চা চামচ বোরিক অ্যাসিড পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। সমগ্র মিশ্রণটিকে একটি ছোট্ট কৌটোতে রেখে দিন। এর পর উপরের ঢাকনায় কয়েকটি ফুটো করে, কৌটোটিকে ঘরের কোণে রেখে দিতে হবে। মিষ্টির লোভে পিঁপড়ে কৌটোর মধ্যে প্রবেশ করবে এবং আটকে যাবে।

৫) লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা

বাড়িতে যেখানে যেখানে পিঁপড়ের আনাগোনা বেশি, সেখানে একটি কাপড়ের পুঁটলির মধ্যে কিছু লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ রেখে দিলে উপকার পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো করে রাখতে পারলে সমস্যা দ্রুত মিটতে পারে।

সারাংশ গরমে আর বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের চারিদিকে পিঁপড়ের উপদ্রবে অতিষ্ট হলে, কাজে আসবে রান্নাঘরে থাকা সামগ্রী সব। কীটনাশক, কেরোসিন, ন্যাপথলিন ব্যবহার অনেকটা ক্ষতি করতে পারে। এর গন্ধ বা বা হাতে পায়ে লাগলে বিশেষ করে বাচ্চা বা কোনো পোষ্যের গায়ে লাগলে তাদের ক্ষতি করবে বেশি। এর থেকে ভালো লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, পাতিলেবু, ভিনিগার এসব ব্যবহার করে স্থায়ী ভাবে মুক্তি পান ঘরে থাকা পিঁপড়ে থেকে।

PREV
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়