How To Peel Ginger : আদা রান্নাঘরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা প্রচুর পরিমাণে আদা ব্যবহার করে। চা থেকে বিরিয়ানি পর্যন্ত সবকিছুতেই আদা ব্যবহার করা হয়। আদা শুধু রান্নার জন্যই নয়, শরীরের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। বিশেষ করে পেটের অনেক সমস্যা সমাধানে আদা দারুণ সাহায্য করে। আদা কাঁচাও চিবিয়ে খাওয়া যায় অথবা আদার রসের সাথে মধু মিশিয়েও খাওয়া যায়। আদাতে প্রচুর ঔষধি গুণ থাকলেও আদার খোসা ছাড়ানো একটু কঠিন। এমন পরিস্থিতিতে, এই পোস্টে খুব সহজে কীভাবে আদার খোসা ছাড়ানো যায় তা জানতে পারবেন।