Eid ui adha 2025: কোরবানির ইদের শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল একগুচ্ছ শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Jun 07, 2025, 08:35 AM IST

Eid ui adha 2025: কোরবানির ইদে ভালোবাসা, ত্যাগ ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সবার জীবনে। আল্লাহর রহমত বর্ষিত হোক, প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া হোক ইদের আনন্দ। কোরবানির ইদের শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল একগুচ্ছ শুভেচ্ছা বার্তার হদিশ

PREV
132

ইদের আনন্দে ভরে উঠুক তোমার জীবন, কোরবানির ইদ মোবারক।

232

ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক আজকের দিনটা। ইদ মোবারক।

432

হৃদয়ে থাকুক ইদের খুশি, মুখে থাকুক হাসি। শুভ কোরবানির ইদ। ইদ মোবারক।

532

ইদের খুশি তোমার জীবনে নতুন আলো বয়ে আনুক।

632

আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন। ইদ মোবারক।

732

ইদের এই পবিত্র দিনে আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার জীবনে। শুভ কোরবানির ইদ।

832

ভালোবাসা, সুখ আর শান্তিতে ভরে উঠুক এই কোরবানির ইদ।

932

ইদ কেবল উৎসব নয়, এটি হল ভালোবাসা ও ত্যাগের শিক্ষা। এই পবিত্র দিনে রইল শুভেচ্ছা ও দোয়া।

1032

ত্যাগের শিক্ষা যেন তোমার জীবনকে আলোকিত করে তোলে। শুভ কোরবানির ইদ।

1132

ইদের আলোয় আলোকিত হোক তোমার জীবন।

1232

খুশি, শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দাও চারদিকে, এটাই কোরবানির বার্তা।

1332

ইদের ত্যাগের অনুপ্রেরণায় আমকা সবাই হই আরও মানবিক।

1432

পবিত্র কোরবানির ইদে আল্লাহ যেন তোমার জীবনে ত্যাগ, প্রেম ও করুণার বার্তা পৌঁছে দেন। ইদের এই আনন্দঘন দিনে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও ভালোবাসা। ইদ মোবারক।

1532

কোরবানির ইদ শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মত্যাগ, বিশ্বাস আর মানবতার প্রতীক। এই ইদে রইস অসীম ভালোবাসা আর শুভেচ্ছা।

1632

ইদের খুশি হোক সীমাহীন, কোরবানির বার্তা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।

1732

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, প্রিয়জনদের প্রতি ভালোবাসা- এই হোক ইদের আসল আনন্দ।

1832

ইদের দিনে হৃদয় থেকে দোয়া করি- তুমি যেন সুখী হও, সুস্থ থাকো আর প্রতিটি মুহূর্ত উপভোগ করো। ইদ মোবারক।

1932

ইদের সাদা পোশাকের মতো হোক তোমার মন, পবিত্র ও পরিষ্কার।

2032

ইদের মিষ্টিমুখে যেন থাকে ভালোবাসা ও সৌহার্দ্যের স্বাদ

2132

ইদের নামাজের পর কোরবানির ত্যাগ যেন আনে নতুন দৃষ্টিভঙ্গি।

2232

কোরবানির ইদে ভুলে যাও সব দুঃখ, শুরু হোক এক নতুন পথচলা।

2332

ইদে কোরবানি যেন তোমার জীবনে আনে ভাগ্য, প্রাচুর্য ও প্রশান্তি।

2432

ইদের চাঁদ যেন তোমার জীবনে ছড়িয়ে দেয় শান্তির আলো।

2532

ইদের খুশি ভাগ করে নিতে ভুলে যেওনা, এটাই আসল শিক্ষা।

2632

ত্যাগই আসল শক্তি- এই শিক্ষা নাও কোরবানির ইদ থেকে।

2732

ইদের রান্নার ঘ্রান যেন তোমার হৃদয় ভরে দেয় ভোলাবাসা।

2832

ভাই/ বোন, তুমি আমার ইদের আনন্দের অংশ। ইদ মোবারক।

2932

জীবনসঙ্গীকে জানাই হৃদেয়র গভীর থেকে কোরবানির ইদের শুভেচ্ছা।

3032

এই ইদ হোক আত্মার পরিশুদ্ধি ও হৃদয়ের প্রশান্তির দিন। ইদ মোবারক।

3132

ইদের কোরবানি যেন তোমার জীহনে আনে ভাগ্য, প্রাচুর্য ও প্রশান্তি।

3232

আত্মীয় স্বজমের প্রতি এই ইদে তোমাদের মুখে হাসি ফুটুক, হৃদয় ভরে উঠুক।

Read more Photos on
click me!

Recommended Stories