শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে গুরু নানক জয়ন্তী পালিত হয়, যা গুরুপরব বা প্রকাশ উৎসব নামেও পরিচিত। এই পবিত্র দিনে তাঁর এক ওঙ্কার, সমতা ও ভালোবাসার বাণীর উপর ভিত্তি করে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা বার্তা।
গুরু নানক জয়ন্তী শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম ধর্মগুরু শ্রী গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। এই পবিত্র দিনটি গুরুপরব বা প্রকাশ উৎসব নামেও পরিচিত। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় এই দিনটি। এই উৎসবের মূল বার্তা হল- এক ওঙ্কার বা ঈশ্বর একজনই এবং মানবজাতির মধ্যে সমতা, প্রেম এবং ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা। আজ এই বিশেষ দিনে সকল প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা।
25
গুরু নানক জয়ন্তীর পবিত্র দিনে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। গুরুর ঐশ্বরিক আলোয় আপনাদের জীবন ভরে উঠুক শান্তি, প্রেম ও সমৃদ্ধিতে।
এক ওঙ্কার সতনাম- ঈশ্বরের সেই একত্বের বাণী আপনার জীবনে নিয়ে আসুক ঐক্য ও সম্প্রীতি। এই বিশেষ দিনে জানানই শুভেচ্ছা।
35
এই পবিত্র দিনে আমরা যেন জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে পারি। গুরু নানক জয়ন্তীর অনেক শুভেচ্ছা।
এই পবিত্র জানাই জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমতা ও ভালোবাসা। রইল গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা।