Happy Guru Purnima 2025: গুরু পূর্ণিমায় গুরুজনদের জানান শুভেচ্ছা, রইল সেরা কয়টি শুভেচ্ছার বার্তার হদিশ

Published : Jul 10, 2025, 09:29 AM IST

Happy Guru Purnima 2025: গুরু পূর্ণিমায় গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এই পবিত্র দিনে গুরুচরণে প্রণাম জানিয়ে জ্ঞান, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে।

PREV
110

আপনার জীবনে গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনা করি। শুভ গুরু পূর্ণিমা।

210

গুরু পূর্ণিমার এই শুভ দিনে, গুরু চরণে শত কোটি প্রণাম।

410

শুভ গুরু পূর্ণিমা। আপনার জীবনে জ্ঞান, শান্তি এবং সমৃদ্ধি আসুক।

510

সকল গুরুজনদের প্রতি রইল বিনম্র প্রণাম ও গুরু পূর্ণিমার শুভেচ্ছা।

610

গুরু ব্রক্ষ্ম, গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বর। গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে গুরুকে শত কোটি প্রণাম।

710

অন্ধকারে আলো জ্বালিয়ে যিনি পথ দেখান, তিনি গুরু। এই বিশেষ দিনে জানাই তাঁকে শ্রদ্ধা। শুভ গুরু পূর্ণিমা।

810

আপনি আছেন বলেই আমি আছি। কৃতজ্ঞতা সহকারে প্রণাম। শুভ গুরু পূর্ণিমা।

910

আপনার শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর এই বিশেষ দিনে, সকলের জীবন আলোয় ভরে উঠুক। শুভ গুরু পূর্ণিমা।

1010

যাঁর হাত ধরে আমরা জীবনকে চিনি, সেই পরম গুরুকে জানাই প্রণাম। শুভ গুরু পূর্ণিমা।

Read more Photos on
click me!

Recommended Stories