Happy New Year Wishes for Your Love: নতুন বছরে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, রইল সেরা বার্তা

Published : Dec 30, 2025, 08:47 AM IST

আর মাত্র একটি দিনের অপেক্ষা। তারপরই নতুন বছরে স্বাগত জানানোর পালা। এই বিশেষ দিনে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, রইল সেরা বার্তা।

PREV
15

আমার নতুন বছর তোমার হাসি দিয়ে সাজানো হবে,

আমার প্রতিটি স্বপ্ন তোমার ভালোবাসার ঘর হয়ে উঠুক। Happy New Year।

বছরটি নতুন হতে পারে, কিন্তু ভালোবাসা একই পুরনো,

যে প্রতি মুহূর্তে বেড়ে ওঠে। Happy New Year

25

তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে বিশেষ,

নতুন বছরে শুধু তোমাকে অনুভব করব। Happy New Year

শুভ নববর্ষ, আমার বন্ধু,

নতুন বছরে ভালোবাসা হোক আরও বেশি। Happy New Year

35

নতুন বছরে তোমার সকল স্বপ্ন পূরণ হোক,

তুমি সারা জীবন এমনই থাকো, এটাই আমার প্রার্থনা। Happy New Year।

নতুন বছর বয়ে আনুক সুখের বার্তা,

নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রিয়তমা। Happy New Year।

45

ভালোবাসার গন্ধে ভেসে উঠুক নতুন বছর।

তোমার হাসি আমার জীবন আলোকিত করুক। Happy New Year।

নতুন বছর অনেক সুখ বয়ে আনুক,

আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক। Happy New Year।

55

ভালোবাসার মানুষকে ভালোবাসার বছরে শুভেচ্ছা।

তোমার দিনগুলো আরও ভালো কাটুক। Happy New Year।

নতুন ভোর হোক খুশির সঙ্গে

সেই সঙ্গে থাকুক নতুন খুশি

তোমাকে জানাই ভালোবাসার নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year।

Read more Photos on
click me!

Recommended Stories