নীরবে শীঘ্রপতনে ভুগছেন? বাড়ির টোটকাই কিন্তু যৌন জীবনে ঝড় তুলতে পারে

Published : Oct 26, 2024, 04:30 PM ISTUpdated : Oct 26, 2024, 04:53 PM IST

নীরবে শীঘ্রপতনে ভুগছেন? বাড়ির টোটকাই কিন্তু যৌন জীবনে ঝড় তুলতে পারে

PREV
18

পুরুষদের জন্য সব থেকে বড় সমস্যা হল শীঘ্রপতনের সমস্যা। যৌন সমস্যা নিয়ে কথা বলতে চান না অনেকেই। তবে এই সমস্যা মারাত্মক সমস্যা।

28

এই সমস্যা মেটাতে চিকিৎসকের কাছে ছুটে যান অনেকেই। অনেকে আবার আয়ুর্বেদিক চিকিৎসা করেন। কিন্তু এতে মারাত্মক কিছু স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

38

তবে ঘরের কিছু উপকরণ দিয়ে মুশকিল আসান হতে পারে। এইসব উপাদানের সাহায্যে কেটে যেতে পারে শীঘ্রপতন দোষ।

48

তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এইসব উপাদান ব্যবহার করতে হবে।

58

এক চামচ মধুতে আদার রস মিশিয়ে নিয়মিত পান করতে হবে। এতে চটজলদি শিঘ্রপতন সমস্যা দূর হয়ে যায়।

68

এ ছাড়া জলে বেশকিছু বাদাম ভিজিয়ে রাখতে হবে। এরপর পরের দিন দুধে সেই বাগামের পেস্ট জাফরান, আদা, এলাচ মিশিয়ে সকালে পান করতে হবে।

78

প্রতিদিন রাতে জলে বেশ কিছুবাদাম ডুবিয়ে রাখুন। পরের দিন, বাদাম গুড়িয়ে তাতে গরুর দুধ, জাফরান, আদা, এলাচ মিশিয়ে সকালে খেয়ে নিন। শীঘ্রপতনের মতো সমস্যার ক্ষেত্রে খুব ভালো ফল পেয়েছেন অনেকেই।

88

এ ছাড়া তরমুজের টুকরোতে আদা গুঁড়ো এবং নুন মিশিয়ে খেলে শীঘ্রপতনের মতো সমস্যা দূর হয়ে যেতে পারে।

click me!

Recommended Stories