
চা বা কফির দাগ আমাদের হালকা জমা কাপড়ে পড়লে সহজে তোলা খুব কঠিন। চা বা কফির দাগ হয় হয় খুব স্ট্রং। যদিও কফির দাগ পড়া খুব সাধারণ ঘটনা। কিন্তু এই দাগ যদি তাড়াতাড়ি পরিষ্কার করা না হয়, তবে তা নাও উঠতে পারে এবং পোশাক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বাজারে নানা ধরনের ডিটারজেন্ট থাকলেও অনেক সময়ে সেইসব ব্যবহার করেও তেমন লাভ হয় না। বাজারে আজকাল অনেক রকম লিকুইড পাওয়া যায় যাতে কফির দাগ সহজেই করার গ্যারান্টি দেওয়া হয় ।উপরন্তু দামও বেশি৷ তাই সেক্ষেত্রে ঘরোয়া টোটকাতে ভরসা রাখতে পারেন।
* ঠাণ্ডা জল সবচেয়ে বেশি জরুরি। দাগ পড়ার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডা জলে কাপড় ভিজিয়ে নিন। এতে চা-কফির রং বসতে পারবে না।
* ডিটারজেন্ট বা সাবান লাগান ওই দাগে।তরল ডিটারজেন্ট লাগিয়ে হালকা ঘষুন। দেখবেন দাগ উঠে আসছে।
* ভিনিগার ও জল লাগান।পুরনো দাগ তুলতে সমান পরিমাণ ভিনfগার ও জল মিশিয়ে ব্যবহার করুন। হাতেনাতে সুফল পাবেন।
* এনজাইম ডিটারজেন্ট খুব কাজ করে।বেশ কড়া দাগ হলে এনজাইমভিত্তিক ডিটারজেন্ট সবচেয়ে কার্যকর।
* দ্রুত দাগ পড়ার সঙ্গে সঙ্গেই বাড়তি তেল কাগজ বা টিস্যু দিয়ে আলতোভাবে তুলে নিন।
* বেকিং সোডার ব্যবহার করতে পারেন।তেলের দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
* ডিশওয়াশিং লিকুইড দিয়ে উঠতে পারে। কিছুক্ষণ পর দাগের জায়গায় অল্প ডিশওয়াশিং লিকুইড লাগিয়ে হালকা হাতে ঘষুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত কখনওই ড্রায়ারে শুকাবেন না তাহলে তাপে দাগ স্থায়ী হয়ে যায়। পোশাকের কাপড়ের লেবেল দেখে নিন। কিছু কাপড় বেশি ঘষা বা কড়া রাসায়নিক ব্যবহার করলে ক্ষতি হতে পারে। ঘরে থাকা উপাদান যেমন লেবুর রস, কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ারও দাগ তোলার কাজে দারুণ সহায়ক হতে পারে।