এই স্থানে জুতোর স্ট্যান্ড রাখলেই দেখা দেবে চরম আর্থিক ক্ষতি! কোনও মতেই কমবে না অর্থাভাব?

Published : Oct 19, 2024, 02:53 PM ISTUpdated : Oct 19, 2024, 02:57 PM IST
Shoe Stand

সংক্ষিপ্ত

এই স্থানে জুতোর স্ট্যান্ড রাখলেই দেখা দেবে চরম আর্থিক ক্ষতি! কোনও মতেই কমবে না অর্থাভাব?

সদর দরজার সামনে জুতোর স্ট্যান্ড অনেকেই রাখেন। কিন্তু আদৌ কতটা শুভ এই অভ্যাস? বাস্তু মতে কি বাড়ির দরজার সামনে জুতোর স্যান্ড রাখা শুভ, তা জেনে নিতে হবে।

বাড়ির সামনে জুতো রাখার অভ্যাস সাংসারিক সমৃদ্ধির ক্ষেত্রে দারুণ অশুভ বলেই মনে করেন বেশিরভাগ মানুষ। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বহু এমন আচার-বিচার রয়েছে যা সংসারে সমৃদ্ধি এনে দেবে।

বাস্তুর বহু নিয়ম সংসারে মঙ্গল এনে দিতে পারে। এই দীপাবলির দিনে এমন কিছু নিয়ম মানতে পারেন যাতে সংসারে আয় সমৃদ্ধি ব্যাপক ভাবে বাড়ে।

বাস্তুমতে ঘরের যেকোনও জায়গায় জুতো রাখা চলবে না। বা যেখানে সেখানে জুতোর স্ট্যান্ড রাখাও চলবে না। বাস্তু বিশারদরা মনে করেন বাড়ির বাইরে জুতো স্ট্যান্ড কিংবা জুতো রাখলে তা গোটা পরিবারের প্রতি নেতিবাচক একটা ভূমিকা নেয়।

বাস্তু বিশেষজ্ঞদের মতে গৃহের সদর দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ হয়। তাই ও স্থানে জুতো রাখলে তা ঘরে অমঙ্গল ডেকে আনে।

বাড়ির বাইরে সদর দরজার মুখে জুতো স্ট্যান্ড বা জুতো না রেখে ওই বাড়ির উত্তর, পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম কোণে জুতো রাখা যেতে পারে। এতে বাস্তুর কোনও ক্ষতি হয় না। তাহলে এই দীপাবলি থেকেই বদলে ফেলতে পারেন এই অভ্যাস। তবে এই নিয়মের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

                            আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

দাঁত মজবুত করতে খান এই খাবার!
মৃত্যুর পরের জগৎ কেমন? ৩ বার মরে বেঁচে ফিরে চাঞ্চল্যকর দাবি করলেন মহিলার