- বাচ্চার চুলে পাক ধরলে তাদের খাবারে মটর, বিনস, বাদাম, বীজ ও ডিম যোগ করুন। কারণ, এগুলোতে ফলিক অ্যাসিড থাকে।
- বাচ্চাদের নারিকেল তেল খেতে দিন। কারণ, নারিকেলে থাকা ক্যালসিয়াম চুলকে শক্তিশালী করে ও চুলের রং ঠিক রাখে।
- এছাড়াও, আয়োডিন যুক্ত খাবারও বাচ্চাদের দিন। যেমন গাজর ও কলায় প্রচুর আয়োডিন পাওয়া যায়।