
পেশাগত কারণেই হোক বা নিজের পছন্দে, মেকাপ করতে ভালবাসেন অনেকেই। আবার অনেকে আছেন যারা খুব কম পরিমাণ মেকাপ ব্যবহার করতে খুব পছন্দ করেন। মেকাপ করতে ক্ষতি নেই, তবে চিন্তার বিষয় হল কী ধরনের মেকাপ আপনি ব্যবহার করছেন বা সেই মেকাপেরে আগে বা পরে কীভাবে ত্বকের খেয়াল রাখছেন।
ত্বকের সঠিক ভাবে যত্ন না নিলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ব্রণ, র্যাশ, চুলকানি, লাল হয়ে যাওয়া এইসব সমস্যা দেখা যায়। এছাড়াও ত্বক ভীষণ রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। অসময়ে ত্বকে বলিরেখা বাবর্ধক্যের চাপ পরে যেতে পারে।
আসুন জেনে নি কীভাবে ত্বকের পরিচর্যা করবেন?
১. আপনি নিয়মিত মেকাপ করলে ভাল গুণমানের মেকাপ ব্যবহার করার চেষ্টা করুন। প্রয়োজনের থেকে বেশি মেকাপ করতে যাবেন না। পেশাগত কারণে চড়া মেকাপ করতে হলে দরকার কুড়োলে আগে মেকাপ তুলে নিন। কাজ হয়ে গেলে ওই মেকাপ নিয়ে অনেকক্ষণ বসে থাকা বা রাতে ঘুমিয়ে পড়ার মতো ভুলটি করবেন না।
কেমিক্যাল মেশানো কোন কিছুর বদলে ঘরোয়া ভাবে মেকাপ তুলতে পারলে সব থেকে ভালো হয়। নারকেল তেল ব্যবহার করতে পারেন পারেন। এতে মেকাপ যেমন উঠবে তাড়াতাড়ি, ত্বক নরম থাকবে। অন্য কিছু ব্যবহার করে মেকাপ তুললে, মেকাপ তোলার পর ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপর অবশ্যই ক্রিম বা ময়েশ্চারাইজার কিছু মাখবেন।
২. মেকাপ আপনার নিয়মিত সঙ্গী হলে আপনার মেকআপ অ্যাকসেসরিজ অন্যের সঙ্গে শেয়ার না করাই ভালো। মেকাপ প্রোডাক্ট এবং অন্যান্য সরঞ্জাম যেমন- ব্রাশ, তুলি, পাফ - এইসব জিনিস একেবারেই অন্য কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করবেন না। ত্বকে সহজে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
৩. আপনার সেনসিটিভ ত্বক হলে, কী ধরনের, কোন ব্রান্ডের বা কতটা মেকাপ করবেন, সেই ব্যাপারে আগে থেকে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে রাখার চেষ্টা করুন। বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্ক হয়ে খেয়াল রেখে চললেই ত্বকের ক্ষতি কম হবে।
৪. মেকাপ করার ক্ষেত্রে শুধু মেকাপের জিনিসপত্র ভাল মানের হলে চলবে না, মেকাপের আগে যেগুলো ব্যবহার করে থাকেন, যেমন - সানস্ক্রিন, ক্রিম, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, টোনার, প্রাইমার ইত্যাদিও আপনাকে বাছতে হবে নিজের ত্বকের ধরণ অনুযায়ী ভালো মানের। সেকেন্ড হ্যান্ড, সস্তার প্রোডাক্ট বেশি দিন ব্যবহারে ত্বকের উপর নেতিবাচক প্রভাব পড়বেই। এতে আপনার ত্বকে ব্রণ, ৱ্যাশ, কালচে দাগ, আবার অনেক সময় ত্বক পুড়েও যেতে পারে।
৫. মেকাপ তোলার সময় ত্বক কখনই খুব জোরে ঘষবেন না। এর ফলে ত্বকের টেক্সচার ও ইলাস্টিসিটি নষ্ট হয়ে যেতে পারে। ত্বক কুঁচকে যাবে, টানটান তরুণ্য থাকবে না আর। হাত দিয়ে ঘষে মেকাপ না তুলে ওয়েট ওয়াইপ ব্যবহার করতে হবে।
সারাংশ মেকাপ করার আগে ও পরে ত্বকের পরিচর্যা করা জরুরী। বিশেষ করে খেয়াল রাখতে হবে কী ধরনের মেকাপ ব্যবহার করছেন, মেকাপের আগে ও পরে কোন প্রসাধনী ব্যবহার করছেন। না হলে ত্বক রুক্ষ ও বলিরেখায় ভরে উঠতে পারে।