Rath Yatra 2025: রথযাত্রার শুভক্ষণে সকল কাছের মানুষকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Jun 27, 2025, 07:54 AM IST

রথযাত্রার এই পবিত্র দিনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পাঠানো হলো আন্তরিক শুভেচ্ছা। ভক্তি, ভালোবাসা ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত হোক।

PREV
110

এই পবিত্র তিথিতে আপনার মন শান্তিতে ভরে উঠুক। ভক্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক আপনার প্রতিটি দিন। শুভ রথযাত্রা।

210

মাসির বাড়িতে জগন্নাথের যাত্রা যেমন আনন্দের তেমনই আপনার জীবনও যেন ভরে ওঠে আনন্দে। শুভ রথযাত্রা।

410

রথের চাকার মতো আপনার ভাগ্যের চাকাও যেন সিখ ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলে। শুভ রথযাত্রা।

510

ভক্তি ও ভালোবাসার এই দিনে, আপনার মনের সকলের ইচ্ছা পূরণ হোক। শুভ রথযাত্রা।

610

রথের দড়িতে টান দিন আর জীবনের সকল দুঃখ দূর করে নিন। শুভ রথযাত্রা।

710

জগতের নাথ জগন্নাথ আপনার জীবনকে আলোয় ভরে দিক। রথযাত্রার এই পূর্ণ তিথিতে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হোক।

810

রথের চাকার ঘর্ষণে আপনার জীবনের সকল বাধা দূর হোক। রথযাত্রার এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি।

910

আনন্দ ভরে উঠুক আপনার জীবনে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদ থাকুক আপনার ওপর।

1010

রথযাত্রার এই শুভক্ষণে আপনার পরিবারের সকল সদস্যের মুখে থাক হাসি। রইল অনের অনেক শুভেচ্ছা।

Read more Photos on
click me!

Recommended Stories