Friendship Day 2023: এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকল বন্ধুকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

সকাল সকাল শুভেচ্ছা জানান আপনার বন্ধুকে। তাকে বন্ধু হিসেবে পেয়ে আপনি কতটা ধন্য তা জানাতে ভুলবেন না। দেখে নিন কী লিখবেন মেসেজে। রইল বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা বার্তার হদিশ।

Sayanita Chakraborty | Published : Aug 5, 2023 4:19 PM
110

সুখ-দুঃখ-কষ্ট যাই হোক না কেন, জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে আছি। Happy Friendship Day।- প্রিয় বন্ধুকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তায় জানান আপনার জীবনে তার গুরুত্ব কতটা।

210

বন্ধুত্ব মানে কোনও একটি সম্পর্ক নয়। বরং, তা এক বিশাল ক্ষেত্রে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। - - একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। তা হল ফেন্ডশিপ ডে। এই দিন সকাল সকাল শুভেচ্ছা জানান আপনার বন্ধুকে।

310

শুভ বন্ধুত্ব দিবস। বন্ধু আমার জীবনের অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। Happy Friendship Day।

410

বন্ধুত্ব হোক চিরকালীন ও চিরসবুজ

Happy Friendship Day। - এভাবেই শুভেচ্ছা জানাতে পারেন প্রিয় বন্ধুকে। সকাল সকাল তাঁকে শুভেচ্ছা জানান।

510

সত্যি কারের বন্ধুর সন্ধান পাওয়া যায় না। তাকে অর্জন করতে হয়। বন্ধুত্ব আমার পক্ষে সবচেয়ে মূল্যবান জিনিস। কারণ আমি এটি অর্জন করেছি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

610

বন্ধু হবে সেই রকম,

পড়বে মনে যখন-তখন।

রাখবো তাকে নিজের করে

যাবে না সে আমায় ছেড়ে।

Happy Friendship Day। - বন্ধুকে ফেন্ডশিপ ডে-তে জানান বিশেষ বার্তা।

710

বন্ধু মানে একটু অভিমান।

বন্ধু মানে সুখ দুঃখ গান।

বন্ধু মানে দুটো জীবন আর একটা যেন প্রাণ।

Happy Friendship Day। - প্রিয় বন্ধুকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তায় জানান আপনার জীবনে তার গুরুত্ব কতটা।

810

জীবন অনেক রঙিন, যদি রাঙ্গাতে জানো।

বন্ধুত্ব অনেক মজার, যদি করতে জানো।

Happy Friendship Day। - - একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। তা হল ফেন্ডশিপ ডে। এই দিন সকাল সকাল শুভেচ্ছা জানান আপনার বন্ধুকে।

910

জীবন হারিয়ে যায়, স্মৃতি নয়,

মানুষ বদলে যায়, মন নয়।

বন্ধু হারিয়ে গেলেও, বন্ধুত্ব নয়।

Happy Friendship Day। - বন্ধুকে ফেন্ডশিপ ডে-তে জানান বিশেষ বার্তা।

1010

বন্ধু ছাড়া জীবন বিরক্তিকর ও নিস্তেজ বলে মনে হয়। বন্ধুত্ব মানসিক চাপ, আত্মসম্মানকে শক্তিশালী করতে ও নিজের সম্পর্কের অনুভূতি তৈরি করতে সাহায্য করে থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos