এবার বদলে গেল ইলেকট্রিক বিল পেমেন্টের পদ্ধতি! কীভাবে টাকা মেটাতে হবে এবার থেকে?

Published : Oct 24, 2025, 10:01 AM IST
Electric Bill

সংক্ষিপ্ত

ইলেকট্রিক বিল পেমেন্ট করার পদ্ধতিতে এক বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন গ্রাহকরা মাস অনুযায়ী বকেয়া বিল দেখে পেমেন্ট করার সুযোগ পেতেন, কিন্তু নতুন ব্যবস্থায় সেই সুবিধা আর থাকছে না।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড (WBSEDCL)-এর গ্রাহকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পদ্ধতিতে এক বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন গ্রাহকরা মাস অনুযায়ী বকেয়া বিল দেখে পেমেন্ট করার সুযোগ পেতেন, কিন্তু নতুন ব্যবস্থায় সেই সুবিধা আর থাকছে না। এই পরিবর্তনে কিছু নতুন সুবিধা এলেও, বেশ কিছু সমস্যা ও অস্পষ্টতা তৈরি হয়েছে, যা নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মূল ড্যাশবোর্ড আগের মতোই থাকলেও, পেমেন্টের প্রক্রিয়ায় এসেছে বদল।

তাহলে দেখা যাক কী কী পরিবর্তন হয়েছে:

* প্রথম ধাপ: প্রথমে WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Online Payment’ অপশনে ক্লিক করতে হবে।

* দ্বিতীয় ধাপ: এরপর ‘Quick Pay’ অপশনটি বেছে নিতে হবে।

* তৃতীয় ধাপ: ‘Quick Pay’-তে ক্লিক করার পর যে নতুন ইন্টারফেস আসবে, সেখান থেকে সাধারণ বাড়ির ত্রৈমাসিক বিল (পোস্টপেড) জমা দেওয়ার জন্য ‘Postpaid Energy Bill’ অপশনটি সিলেক্ট করতে হবে।

* চতুর্থ ধাপ: এরপর আপনার কনজিউমার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই করতে হবে। আপনার নাম ও অন্যান্য বিবরণ দেখানোর পর ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে।

* পেমেন্টের নতুন নিয়মাবলী:

ন্যূনতম পেমেন্ট: আপনি সর্বনিম্ন ৫০ টাকা পেমেন্ট করতে পারবেন।

সর্বোচ্চ পেমেন্ট: একবারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে।

পার্ট পেমেন্টের সুবিধা: এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো, গ্রাহকরা এখন তাদের ইচ্ছামতো আংশিক বিল (Part Payment) জমা দিতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার মোট ১০০০ টাকা বকেয়া থাকে, আপনি চাইলে ৫০০ টাকা জমা দিতে পারেন। বাকি টাকা পরবর্তী বিলের সাথে বকেয়া হিসেবে যুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

পেমেন্ট করার জন্য ‘Pay Bill’ অপশনে ক্লিক করে Billdesk-এর মতো পেমেন্ট গেটওয়ে বেছে নিয়ে UPI, QR কোড বা অন্য কোনো মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। পেমেন্ট সফল হলে আগের মতোই রসিদ পাওয়া যাবে।

এই নতুন পদ্ধতির আসল উদ্দেশ্য সম্ভবত গ্রাহকদের অনলাইনে আংশিক বিল মেটানোর সুবিধা দেওয়া, যা আগে শুধুমাত্র বিদ্যুৎ অফিসে গিয়েই সম্ভব ছিল। তবে, বকেয়া বিলের পরিমাণ এবং লেট ফাইন সংক্রান্ত স্বচ্ছতার অভাব গ্রাহকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। আশা করা যায়, WBSEDCL কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলির সমাধান করে গ্রাহকদের বিভ্রান্তি দূর করবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়
মাটি ছাড়া বালি-নুড়িতে এই ৫টি গাছ লাগান, ঘরের AQI থাকবে নিয়ন্ত্রণে