রবীন্দ্রনাথ ঠাকুর
ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত তাঁর লেখা। ভারত তথা এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যুগে যুগে তাঁর লেখা গান, কবিতা, প্রবন্ধ, গল্প মানুষকে অনুপ্রাণিত করেছে।
সাবিত্রী ফুলে
দেশের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী ফুলে। আধুনিক মারাঠি কবিতার পথিকৃৎ তিনি। মহিলাদের শিক্ষা, উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণী।