Teacher’s Day: রইল ভারতের মহান ১০ জন শিক্ষকের কথা, যারা যুগ যুগ ধরে পথ দেখিয়েছেন সকলকে

Published : Sep 04, 2025, 04:17 PM IST

রাত পোহালেই শিক্ষক দিবস। তার আগে জেনে নিন ভারতের মহান ১০ শিক্ষকের কথা, যারা যুগ যুগ ধরে পথ দেখিয়েছেন সকলকে।

PREV
15

গৌতম বুদ্ধ

ভারতের ইতিহাসে হয়তো তিনিই প্রথম শিক্ষক। কপিলাবস্তুর রাজা শুদ্ধদনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের সারসত্য খুঁজে পেতে একদিন স্ত্রী-পুত্র রাজপরিবার ছেড়ে বেরিয়ে পড়েছিলেন।

চাণক্য

মৌর্য যুগে রাজা চন্দ্রগুপ্তের সভায় উপদেষ্টা ছিলেন চাণক্য। যিনি কৌটিল্য বলেও পরিচিত। তিনি অর্থনীতিতে যেমন পন্ডিত ছিলেন। তেমনই দার্শনিকও ছিলেন। অর্থশাস্ত্র-র জন্য তিনি আজও খ্যাত।

25

স্বামী দয়ানন্দ সরস্বতী

আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ১৯৭৫ সালের ৭ এপ্রিল মুম্বইয়ে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে উনিশ শতকের হিন্দু ভক্তি ও সংস্কার আন্দোলন অন্য মাত্রা নিয়েছিল।

স্বামী বিবেকানন্দ

কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্র নাথ দত্ত। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামেই বিশ্বে পরিচিতি পান। ভারতে বেদ-বেদান্ত, হিন্দু শাস্ত্রকে বিশ্বের কাছে তুলে ধরেন তিনি।

35

রবীন্দ্রনাথ ঠাকুর

ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত তাঁর লেখা। ভারত তথা এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যুগে যুগে তাঁর লেখা গান, কবিতা, প্রবন্ধ, গল্প মানুষকে অনুপ্রাণিত করেছে।

সাবিত্রী ফুলে

দেশের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী ফুলে। আধুনিক মারাঠি কবিতার পথিকৃৎ তিনি। মহিলাদের শিক্ষা, উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণী।

45

মুন্সী প্রেমচাঁদ

হিন্দি সাহিত্যের অন্যতম বিখ্যাত লেখক ছিলেন মুন্সী প্রেমচাঁদ । তিনি ১২টি বিখ্যাত উপন্যাস এবং ২৫০টিরও বেশি ছোট গল্প লিখেছিলেন।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে প্রতিবছর দেশে শিক্ষক দিবস পালিত হয়। তিনি দেশের প্রথম উপ রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি।

55

ড এপিজে আবদুল কালাম

দেশের একাদশ রাষ্ট্রপতি হয়েছিলেন ড এপিজে আবদুল কালাম। ভারতের অগণিত মানুষের অনুপ্রেরণা তিনি। ভারতের নিউক্লিয়ার এবং মহাকাশ ইঞ্জিনিয়ারিং-র ক্ষেত্রে তাঁর অবদান আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁকে মিসাইল ম্যান বলা হয়।

মদন মোহন মালব্য

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশের সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন মদন মোহন মালব্য। দেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশ নিয়েছিলেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

Read more Photos on
click me!

Recommended Stories