Valentine's Day: সকালে বেরিয়ে যেতে হয়েছে অফিস! বাড়ি ফিরে কীভাবে বানাবেন রোম্যান্টিক নাইট?

Published : Feb 14, 2025, 03:18 PM IST
Valentines Day 2025 Thoughtful Gift and Letter Ideas

সংক্ষিপ্ত

আজ তো ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রেম দিবস। 

আর বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যে কিংবা রাত। কিন্তু তাই বলে প্রেম দিবসের উদ্যাপন হবে না, তা কিন্তু একেবারেই নয়। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। প্রেমের ভেলায় সারাদিন না ভেসেও, দিনের শেষটুকু সময় সুন্দরভাবে কাটানোই যায় (Valentine's Day 2025)।

ডিনার ডেটে যেতে পারেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরলে বাইরে কোথাও দেখা করে একসঙ্গে কাছেপিঠে কোনও রেস্তোরাঁয় চলে যেতেই পারেন। এমনিতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে অনেক রেস্টুরেন্টই সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও থাকে অনেক জায়গায়।

কিন্তু যদি সেই সময় না থাকে, তাহলে বাড়িতেও সাজিয়ে নিতে পারেন রোম্যান্টিক ডিনার টেবিল। কোনও একজন নয়, অন্যজনকে পুরো চমকে দিন মনের মতো করে ডিনার টেবিল সাজিয়ে। সঙ্গে থাকুক চকোলেট বা ফুলের তোড়ার মতো কোনও উপহার। প্রেম যেন জীবন্ত হয়ে উঠবে।

যদি গোলাপ ফুল উপহার হিসেবে দিতে চান, তাহলে গোলাপি বা লাল হলেই ভালো হয়। তবে দুজনের পছন্দের দুটি অন্য রংও হতে পারে। টেবিলের সাজ থেকে শুরু করে ফুলের রং, ডিনার সেট সবকিছুই সাজাতে পারেন ওই দুটি রঙের সঙ্গে মিলিয়ে।

তবে শুধু গোলাপ নয়, পছন্দের যে কোনও ফুল দিয়েই সাজানো যেতে পারে। সাদা ফুল যে কোনও সাজের সঙ্গেই যায়। সেই ফুলও বেছে নিতে পারেন। তবে এও ঠিক যে, প্রেমের আবেগ বোঝাতে এক তোড়া রক্ত গোলাপের কোনও জবাব নেই (Valentine's Day Wishes)।

দুজনে মিলে একসঙ্গে সময়া কাটানোটা জরুরি। তাই রাতের দিকে একসঙ্গে হাঁটতেও যেতে পারেন। চুমুক দিত্যে পারেন কফিতেও। কোনও ক্যাফেতে বসে সেরে ফেলতে পারেন প্রেমের কথা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন 'X-MAS' নামকরণ করা হয়েছে? ২৫ ডিসেম্বরেই কেন ক্রিসমাস পালন করা হয়? জানেন এই তথ্যগুলো?
ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান