কত ক্যালোরি পোড়ানো যাবে?
আপনার ওজন যদি ৫৫ কেজি হয়, তাহলে ঘণ্টায় ৩.২ কিমি বেগে হাঁটতে হবে। এভাবে হাঁটলে ১ ঘণ্টায় প্রায় ১০৮ ক্যালোরি পোড়ানো যাবে। একই ব্যক্তি ঘণ্টায় ৪.৮ কিমি বেগে হাঁটলে ১৭৯ ক্যালোরি পোড়াতে পারবেন। আর যদি তিনি আরও বেশি বেগে অর্থাৎ ঘণ্টায় ৫.৬ কিমি বেগে হাঁটেন তাহলে ২০৬ ক্যালোরি পোড়াতে পারবেন। একই ব্যক্তি ঘণ্টায় ৮ কিমি হাঁটলে ৪৮৯ ক্যালোরি পোড়াতে পারবেন।