অয়েলি স্কিনের মেকআপ করতে রইল বিশেষ টিপস, এই কয়টি উপায় ঢেকে ফেলুন ত্বকের সকল খুঁত

Published : Apr 17, 2022, 05:20 AM IST
অয়েলি স্কিনের মেকআপ করতে রইল বিশেষ টিপস, এই কয়টি উপায় ঢেকে ফেলুন ত্বকের সকল খুঁত

সংক্ষিপ্ত

ত্বকের একাধিক খুঁত ঢেকে ত্বক সুন্দর করতে মেকআপের থেকে সেরা অপশন আর কী হতে পারে। মেকআপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে গাঁটের কড়ি খরচ করে একাধিক মেকআপ কিট আমরা কিনে থাকি। এবার নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে মেকআপের সময় মাথায় রাখুন কয়টি জিনিস।

ব্রণ কিংবা ব্রণর দাগ, চোখের তলার ডার্ক সার্কেলের মতো ত্বকের একাধিক খুঁত ঢেকে ত্বক সুন্দর করতে মেকআপের থেকে সেরা অপশন আর কী হতে পারে। মেকআপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে গাঁটের কড়ি খরচ করে একাধিক মেকআপ কিট আমরা কিনে থাকি। এবার নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে মেকআপের সময় মাথায় রাখুন কয়টি জিনিস। 

অয়েলি স্কিনের মেকআপ করতে সঠিক প্রোডাক্ট নির্বাচন করা প্রয়োজন। এই ধরনের ত্বকে ব্রণ থাকে। তাই এমন প্রোডাক্ট নির্বাচন করবেন না, যা ব্যবহারে ব্রণ আরও বৃদ্ধি পায়। তাই অয়েলি এবং অ্যাকনে প্রবণ স্কিনের প্রোডাক্ট বেছে নিন। তা না হলে ত্বকের খুঁত ঢাকতে গিয়ে অন্য বিপদ হবে।  

মেকআপ করার আগে ক্লিনজিং করা মাস্ট। ত্বকে কোনও রকম প্রোডাক্ট লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। অয়েলি ত্বকের জন্য উপযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন। ত্বক পরিষ্কার করে নিলে ত্বকের ভিতরে জমে থাকা নোংরা বের করে দেবে। ফলে ত্বকে নতুন করে সংক্রমণ হবে না। 

অয়েলি ও অ্যাকনে প্রবণ ত্বকে প্রাইমার অবশ্যই ব্যবহার করবেন। সঠিক ভাবে প্রাইমার ব্যবহার করে ত্বকের সকল খুঁত ঢাকা যায় এণন নয়। সঙ্গে ত্বকের তেলতেলে ভাব দূর হবে এই প্রাইমারের গুণে। তবে, অবশ্যই অ্যাকনে স্কিনের উপযুক্ত প্রাইমার কিনতে হবে। 

প্রাইমারের পর আসে কালার কারেক্টরের পালা। ব্রণ, ব্রণর দাগ, ব্রণর জন্য হওয়া গর্ত সব এই কালার কারেক্টর দিয়ে ঢাকা সম্ভব। ব্রণ-র ওপর লাগিয়ে নিন সবুজ রঙের কারেক্টর। তারপর তা ভালো করে ব্লেন্ড করুন। ত্বকে কালো ছোপ থাকলে অরেঞ্জ কালার কারেক্টর লাগাতে পারেন। কালার কারেক্টর ব্যবহারের পর কনসিলার লাগাবেন। 

এবার আসে ফাউন্ডেশনের পালা। ত্বকের সকল খুঁত ঢেকে ত্বক সুন্দর দেখাতে সঠিক শেড কিনুন ফাউন্ডেশনের। এটাই অনেকে ভুল করে থাকে। অনেকেই চান মেকআপে যেন তার স্কিন টোন ফেয়ার দেখায়। এই করতে গিয়ে অনেকেই নিজের স্কিন টোনের থেকে হালকা রঙের ফাউন্ডেশন কেনেন। কিন্তু, এতে হিতে বিপরীত হয়। ভুল শেড বেছে নিলে তা ফুটে ওঠে। এমন শেড বেছে নিন যেন তা আপনার ত্বকের রঙের কাছাকাছি হয়। তবেই সৌন্দর্য ফুটে উঠবে। এবার থেকে অয়েলি স্কিনের মেকআপ করতে মাথায় রাখুন এই কয়টি জিনিস। 

আরও পড়ুন- গরমে নিয়ম করে পাতে রাখুন ভেন্ডি, মিলবে ৫ আশ্চর্যজনক উপকারিতা

আরও পড়ুন- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন যে, শরীরে লিভার সঠিকভাবে কাজ করছে না

আরও পড়ুন- এই পাঁচটি খাবারে বাড়তে পারে পাইলসের সমস্যা, সতর্ক থাকুন
 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা