হাতে মাত্র তিন দিনের ছুটি, হদিশ রইল মৌসুনি দ্বীপ-এর

  • কয়েকদিনের ছুটিতে নিরিবিলি ট্রিপ
  • সস্তায় ঘুরে আসুন মৌসুনি দ্বীপ থেকে
  • বিচের ধারে অনবদ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য
  • রইল বিস্তারিত তথ্য

সমুদ্র দেখতে অনেকেই পছন্দ করেন। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে গিয়ে দিন কয়েক নিরিবিলিতে কাটানোর পরিকল্পনা করে ফেলেন অনেকেই। কিন্তু তালিকাতে রাখা যায় কোন এলাকা, তা নিয়ে মাথায় হাত। হাতের কাছে দীঘা-তে গিয়ে অনেকবারই সময় কাটানো গিয়েছে, তবে বর্তমানে সেই জায়গা জনবহুল। নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। 

কী দেখবেনঃ এমনই এক মনোরম জায়গার খোঁজ রইল। হাতে দুদিন সময় থাকলে বেড়িয়ে আসুন মৌসুনি দ্বীপ থেকে। সেখানেই দেখা মিলবে লালা কাঁকড়ার। সঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরাশি, সঙ্গে দেখা মিলবে এক শান্ত সবুজ ঘেরা এলাকার। এখান থেকে সামান্য দূরে রয়েছে জম্মুদ্বীপ ও সাগর দ্বীপ। ভিউ পয়েন্ট থেকে দেখা মেলে দূরের বিস্তীর্ণ সুন্দরবন এলাকার। 

Latest Videos

কীভাবে যাবেনঃ ২৪ পরগনা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বিচ। শিয়ালদহ থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে হবে নামখানায়।  নামখানা স্টেশনে নেমে সেখান থেকে মোটর ভ্যান যোগে এসে হাতানিয়া – দোয়ানিয়া নদী পার হয়ে সেখান থেকে টোটো যোগে দুর্গাপুর ঘাট পৌঁছে আবার নৌকো করে বাগডাঙ্গা ঘাটে পৌঁছে যেতে হবে। 

খরচ কতঃ দুরাত্রী তিন দিন এই জায়গায় থাকার জন্য অন্যতম। আগে থেকে এই জায়গাতে বুকিং করে পৌঁছে যাওয়া যায়। নয়তো পরবর্তীতে ওখানে গিয়েও বুকিং করা যায়। মাথাপিছু খরচ ৩০০০ টাকা।  

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু