Parenting Tips: দোলের রঙ আপনার সন্তানের ক্ষতি করছে নাতো? এই বিষয়ে সতর্ক হন

Published : Mar 14, 2025, 11:34 AM ISTUpdated : Mar 14, 2025, 11:35 AM IST
A specially abled boy applies colour to a girl as they celebrate ahead of the Holi festival

সংক্ষিপ্ত

Protect children from: লাল , নীল, সবুজ- রঙ তাদের টানে সবথেকে বেশি। কিন্তু দোলের বা হোলির রঙ থেকে কী করে সাবধানে রাখবেন আপনার প্রিয় সন্তানকে? রইল তারই টিপস। 

Protect children from Holi colour: বাড়ির সবথেকে ছোট সদস্য কিন্তু হোলির দিন থাকে সবথেকে খুশি। পড়াশুনা লাটে ওঠে সকাল থেকে। আবির আর রঙ নিয়েই মাতামাতি শুরু হয়ে যায়। এখন পাড়ায় পাড়ায় গিয়ে দোল খেলার রেওয়াজ অনেকটাই কম। যদিও অনেকেই নানা জায়গায় যান দোল খেলতে, সঙ্গে অবশ্যই থাকে পরিবারের ছোটোরাও। কারণ লাল , নীল, সবুজ- রঙ তাদের টানে সবথেকে বেশি। কিন্তু দোলের বা হোলির রঙ থেকে কী করে সাবধানে রাখবেন আপনার প্রিয় সন্তানকে? রইল তারই টিপসঃ

সঠিক রঙ বেছে নিন-

বাজারে যেসব রঙ পাওয়া যায় তার অধিকাংশই রাসায়নিক মেশানো থাকে। পরিবারের ছোট সদস্যের জন্য অবশ্যই ভেষজ রঙ বেছে নিন। বর্তমানে মাটি দিয়ে অনেক ধরনের রঙ তৈরি হয়। সেগুলিও বেছে নিতে পারেন। বাড়িতেও রঙ তৈরি করা য়ায়। তবে আপনার সন্তান যদি ৫ বছরের কম হয় তাহলে তাকে নিয়ে কখনই রঙ খেলবেন না। রঙ থেকে অ্যালার্জি হতে পারে।

পিচকারি বা বেলুন

ছোটদের সঙ্গে রঙ খেলার সময় অবশ্যই পিচকারি ও বেলুন নিয়ে সতর্ক হন। বেলুন ছোটদের লভ্য করে কখনই জোরে ছুঁড়বেন না। চোখে, কানে , নাকে সেই জল ঢুকে গেলে সমস্যা অনিবার্য। পিচকারির রঙ ছোটদের লক্ষ্য করে ছোঁড়ার আগে সাবধান হয়।

চোখ নিয়ে সতর্ক

বর্তমানে রাসায়নি দিয়েই অধিকাংশ রঙ তৈরি হয়। তাই ছোটদের সঙ্গে রঙ খেলার সময় সাবধান। ছোটদের চোখে যাতে রঙ না ঢুকে যায় তার দিকে বিশেষ খেয়াল রাখুন। ছোটদের সঙ্গে রঙ খেলার সময় অবশ্যই হাতের কাছে পরিষ্কার কাপড় আর জল রাখুন। যাতে চোখে পড়লেও রঙ তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে পারেন।

অ্যালার্জি থাকলে রঙ খেলবেন না

যেসব শিশুদের অ্যালার্জি রয়েছে তারা কখনই রঙ খেলবে না। জল রং হোক বা আবির, চোখে-নাকে গেলে অ্যালার্জি ভয়ানক ভাবে বেড়ে যেতে পারে। শুশির হাঁপানির সমস্যা থাকলেও রঙ থেকে দূরে রাখুন।

বিশেষ টিপস-

শিশুকে সর্বদাই ফুলহাতা জামা প্যান্ট পরিয়ে রঙ খেলতে পাঠান।

চোখে রঙ ঢুকলে জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে দিন।

রঙ খেলতে যাওয়ার আগে নারকেল তেল মাখিয়ে দিন। তাতে রঙ চেপে বসবে না।

রোদের মধ্যে বেশি সময় রঙ খেললে জলশূন্যতা তৈরি হয়। তাই বারবার ফলের রস , ডাবের জল, প্লেন জল খাওয়ান।

PREV
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে পারে এমন সাতটি সুপারফুড
শীতকালে বেশিরভাগ শিশুই গা থেকে কম্বল সরিয়ে দেয়, কিন্তু কেন জানেন কি?