বিবাহিত জীবনে মিষ্টি প্রেম! বিবাহ বহির্ভূত সম্পর্কের অ্যাপ Gleeden-র ভারতীয় রেকর্ড

Published : Jan 27, 2025, 06:11 PM IST
3 million Indians are active on extramarital app Gleeden Bengaluru tops bsm

সংক্ষিপ্ত

গ্লিডেন একটি বিবৃতিতে জানিয়েছে ২০২৪ সালে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ২৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছ। মহিলাদের সংখ্যা ১২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছ। 

বিবাহিত জীবনে 'হ্যাপি আফটার এভার' বলে সত্যি কি কিছু হয়? এই প্রশ্ন তুলে দিল বিবাহ বহির্ভূত (extramarital) অ্যাপ (app) গ্লিডেন (Gleeden)। কারণ এই অ্যাপে ভারতীয় (Indian) ব্যবহারকারীদের সংখ্যা কিন্তু অবাক করা। সংস্থার মতে এই অ্যাপে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ। আর শীর্ষ রয়েছে চিরবসন্তের শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরু (Bengaluru)। ভারতীয় সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বিয়ের জাঁকজমক রীতিমত আকর্ষনীয়। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঝোঁক কী বাড়ছে? সেই প্রশ্নই তুলে দিল গ্লিডেন নামের বিবাহ বহির্ভূত অ্যাপ।

গ্লিডেন একটি বিবৃতিতে জানিয়েছে ২০২৪ সালে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ২৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছ। মহিলাদের সংখ্যা ১২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছ। প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে গ্লিডেনের ব্যবহারকারীদের মধ্যে এখন মহিলরাই রয়েছেন ৫৮ শতাংশ। এই ৫৮ শতাংশ মহিলার মধ্যে ৪০ শতাংশ মহিলাই অ্যাপটিতে নিয়মিত আসেন। অধিকাংশই ৩০-৪৫ মিনিট অ্যাপটিতে থাকেন। এখানেই চমকের শেষ নয়, কারণ মহিলা ব্যবহারকারীদের বয়স ৩০-৪৫ বছরের মধ্যে।

গ্লিডেন অ্যাপের কান্টি ম্যানেজার সিবিল শিডেল বলেছেন, ভারত সর্বদাই গ্লিডেনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল। ৩০ লক্ষ ব্যবহারকারীর সংখ্যায় পৌঁছানো যথেষ্ট ভাল। তিনি আরও বলেন, নারীরা এই অ্যাপের সবথেকে বেশি ব্যবহারকারী। তিনি আরও বলেন নারীদের এই অ্যাপ ব্যবহারই স্পষ্ট করে দেয় মহিলাদের ক্ষমতায়ন বাড়ছে। তারা নিজেদের মত করে চলতে পারছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে গ্লিডেন ব্যবহারদের ২০ শতাংশই বেঙ্গালুরুর বাসিন্দা। অর্থাৎ এই ব্যবহারে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। তারপর রয়েছে মুম্বাই ১৯ শতাংশ, কলকাতা ১৮ শতাংশ এবং দিল্লি ১৫ শতাংশ। মেট্রো শহরগুলিতে সর্বাধিক ব্যবহারকারী থাকলেও, প্রতিবেদনে ভোপাল, ভদোদরা এবং কোচির মতো ছোট শহরগুলির ব্যবহারকারীর দ্রুত বৃদ্ধিও দেখানো হয়েছে। তবে এই অ্যাপটি ৩০ লক্ষেই থেকে থাকতে রাজি নয়। এটি আরও শহরে পা রাখতে উদ্যোগ নিয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের
ব্রেকআপের পর ঠিক কী কী করণীয়? এই কাজগুলি পুরোনো প্রেম ভুলিয়ে দেবে