
Hearing Problem News: ভালোবাসা যেন বিপদ ডেকে না আনে। শিশুকে ভালোবেসে বা প্রিয়জনের কানে আলতো চুম্বন এঁকে দেন অনেকেই। তবে এতে কানের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন নিউইয়র্কের এক চিকিৎসক। ডক্টর স্যামুয়েল তার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই দাবি রেখেছেন।
সমাজ মাধ্যমের সেই পোস্টে স্যামুয়েল জানান, এক মহিলার কানে চুম্বন করেছিলেন তাঁর মেয়ে। জোরে ও অকস্মাৎ এই চুম্বনের জেরে ওই মহিলা তাঁর বাম কানের শ্রবণশক্তি হারিয়েছিলেন চিরকালের জন্য। সত্ত্বর চিকিৎসা ব্যবস্থা নিয়েও লাভ হয়নি কোনো। ঘটনার দু বছর পরেও মাকে ভালোবাসার চুম্বনের ফল এভাবে ভুগতে হবে, তা নিয়ে যথেষ্ট লজ্জিত তিনি।
কেন এই সমস্যা হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, কানের খুব কাছ থেকে হঠাৎ জোরে আওয়াজ হলে শ্রবণযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। এমনকি কানের ভেতরে সরাসরি বাতাস প্রবেশ করাও ক্ষতিকর হতে পারে। এতে অভ্যন্তরীণ কানে অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে শ্রবণশক্তি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
কানে চুম্বন করার পর কেউ যদি বুঝতে পারেন, কানে অস্বস্তি হচ্ছে বা আওয়াজ কম শোনা যাচ্ছে বা কানে ব্যথা হচ্ছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সামান্য অবহেলায় বড় ধরনের ক্ষতি হতে পারে। যদিও চিকিৎসকেরা এই ধরনের ঘটনাকে বিরল বলেই জানাচ্ছেন, তবুও একেবারে অগ্রাহ্য করার মতো বিষয় এটি নয়।
সতর্কতা:-
চিকিৎসকদের পরামর্শ, কানে সরাসরি চুম্বন না করাই ভাল। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের শ্রবণযন্ত্র বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। অনেকসময় বন্ধুরা ঠাট্টা করার ছলে কানে জোরে ফুঁ দেওয়া, ফিসফিস করে কথা বলা - এসবে ক্ষতির ঝুঁকি বাড়ায়। একটু সতর্ক থাকুন এবিষয়ে। প্রিয়জনের কানে চুমু, ডেকে আনতে পারে পারে বিপদ। চিরকালের জন্য হারাতে পারে শ্রবণশক্তি। সতর্ক থাকুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।