লজ্জার মাথা খেয়ে বাবার নামে মাথায় সিঁদুর মেয়ের, বাবা-মেয়ের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বাবা আর মেয়ের সম্পর্ক- পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্কগুলির একটি। আদরের সম্পর্ক। ভালবাসা, শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক। কিন্তু সেই সুন্দর সম্পর্ককেই কালিমালিপ্ত করলেন এই বাবা আর মেয়ে।

 

বাবাকে বিয়ে করলেন মেয়ে। কিন্তু সেই ঘটনা লজলজ্জা ভুলে লোক ডেকে ভিডিও করলেন তাঁরা। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন? সেই প্রশ্ন করলে রীতিমত মেজাজ হারালেন দুজনে। স্পষ্ট বলে দিলেন, 'লোককে দেখানোর জন্যই এই ভিডিও করা হয়েছে। অনেকেই আমাদের পিছনে অনেক কিছু বলে। তাদের মুখ বন্ধ করতেই এই উদ্যোগ।' যদিও যারা ভিডিও করছিল তারাই প্রশ্ন তুলেছে, কেন এমন কাজ? কেন এই অসম বিবাহ? তাতেই মেজাজ হরিয়ে ফেলেন তারা।

বাবা আর মেয়ের সম্পর্ক- পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্কগুলির একটি। আদরের সম্পর্ক। ভালবাসা, শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক। কিন্তু সেই সুন্দর সম্পর্ককেই কালিমালিপ্ত করলেন এই বাবা আর মেয়ে। বাবার নামে এক কপাল সিঁদুর পরে ক্যামেরের সামনি নির্লজ্জভাবে মেয়ে জানিয়ে দিল তিনি দীর্ঘদিন ধরেই বাবার প্রেমে পড়েছিলেন। অবশেষে সেই প্রেমের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে বাবাকেই বিয়ে করলেন। বাবার বয়স ৫৫ আর মেয়ের বয়স ২৪। যারা ভিডিও করছিল তারা জিজ্ঞাসা করছিলে কেন এই অসম বিবাহ- তার উত্তরে দুজনেই জানিয়েছেন, তাদের ইচ্ছে হয়েছে বিয়ে করেছে। সমস্ত মানুষকে দেখানোর জন্যই তারা ভিডিও করে ছড়িয়ে দিতে চায়। যদিও এই ভিডিওর সত্যতা যাতাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সেই ভিডিওঃ

Latest Videos

 

 

এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

বাবার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক রাখতে তার সমস্যা হবে না? এই কথা এক মহিলা জানতে চেয়েছিলেন। তার উত্তরে নববধূ রীতিমত ঝাঁঝিয়ে উত্তর দেন, 'আপনি কেন এই ধরনের অযথা প্রশ্ন করছেন? আমি সিঁথিতে সুঁদুর পরেছি। মঙ্গলসূত্র পরেছি। আমি বাবার সঙ্গে বিয়ে করেছি। আপনাদের বোঝা উচিৎ। বিয়ে করেছিল আর কী? আমরা দুজনেই খুশি হয়ে বিয়ে করেছিল।' যদিও তাদের প্রশ্ন করা হয় তাদের লজ্জা করছে কিনা! তার উত্তরে বাবা, যিনি নিজের মেয়েকে বিয়ে করেছেন তিনি বলেন, 'আপনারা কোন পৃথিবীতে বাস করেছেন? '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
Hooghly News Today:পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য Chandannagar-এ
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
Suvendu Adhikari Live : বাংলাদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি | Asianet News Bangla