Dating: এখনও প্রেম-বিয়ের ক্ষেত্রে লম্বা ছেলেদেরই কদর বেশি, বলছে সমীক্ষা

Published : Jun 22, 2025, 02:17 PM IST

Dating Site: মোবাইল ফোনে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে বেশ কিছু ডেটিং সাইটের হদিশ পাওয়া যায়। অনেকেই ডেটিং সাইটের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তবে প্রেম বা বিয়ের ক্ষেত্রে এখনও পুরনো ধ্যান-ধারণা রয়ে গিয়েছে, বলছে সমীক্ষা।

PREV
110
'টল-ডার্ক-হ্যান্ডসাম,' এখনও প্রেম-বিয়ের ক্ষেত্রে এই ধরনের ছেলেদেরই চাহিদা বেশি

২০২৫ সালে এসেও প্রেম-বিয়ের ক্ষেত্রে চিরাচরিত ধ্যান-ধারণাই প্রচলিত। মহিলাদের চেয়ে পুরুষদের উচ্চতা বেশি হবে, এই ধারণা বিদ্যমান। এমনই বলছে এক সমীক্ষা।

210
ডেটিং সাইটের মাধ্যমে যাঁরা সম্পর্ক গড়ে তুলতে চান, তাঁরাও লম্বা পুরুষই খুঁজছেন

ডেটিং সাইটে নাম লেখাতে হলে ব্যক্তিগত তথ্য দিতে হয়। সমীক্ষায় দেখা যাচ্ছে, যে পুরুষদের উচ্চতা বেশি, তাঁদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন মহিলারা।

310
পরিবারের লোকজনও মেয়ের বিয়ের জন্য পাত্র দেখলে লম্বা ছেলেরই খোঁজ করেন

২০২৫ সালে এসেও অনেকেরই বিয়ের জন্য পরিবার-পরিজনরা পাত্র বা পাত্রী দেখেন। সেক্ষেত্রেও লম্বা ছেলেদের চাহিদা বেশি।

410
পৌরুষের প্রতীক হয়ে উঠেছে উচ্চতা, এই কারণেই বৈবাহিক সম্পর্কে লম্বা ছেলেদের কদর বেশি

সমাজে প্রচলিত ধারণা হল, শক্তিশালী পুরুষরা লম্বা হবেন। যে পুরুষের চেহারা ভালো, তিনি স্ত্রীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবেন। এই কারণেই প্রেম-বিয়ের ক্ষেত্রে লম্বা ছেলে খোঁজা হয়।

510
লম্বা ছেলেরা সাধারণত প্রথম দর্শনেই বাজিমাত করে দেন, বলছে প্রেম-বিষয়ক সমীক্ষা

যে কোনও সম্পর্কের ক্ষেত্রে প্রথম দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়, 'ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন।' এই কারণে লম্বা ছেলেরা কেড়ে নেন।

610
ডেটিং সাইটের মাধ্যমে হোক বা পরিবার-পরিজনদের দ্বারা, নতুন সম্পর্কে বেঁটে পুরুষদের কদর কম

কোনও পুরুষের উচ্চতা সাড়ে পাঁচ ফিটের বেশি না হলে তাঁর পক্ষে প্রেম বা বিয়ের জন্য উপযুক্ত সঙ্গিনী খুঁজে পাওয়া কঠিন।

710
এক জনপ্রিয় ডেটিং সাইটে উচ্চতার মাধ্যমে সম্ভাব্য সঙ্গী বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে

ডেটিং সাইটে ধর্ম, জাত, স্থান, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা অনুযায়ী পছন্দের ভিত্তিতে সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনী বাছাইয়েরর সুযোগ দেওয়া হয়। এবার এক জনপ্রিয় ডেটিং সাইটে উচ্চতা অনুযায়ীও সঙ্গী বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে।

810
বিয়ে বা প্রেমের ক্ষেত্রে প্রচলিত ধারণা বিশ্বের সব দেশেই এখনও একইরকম

সমীক্ষা বলছে, আধুনিক যুগেও মহিলারা বিয়ের ক্ষেত্রে নিরাপত্তার খোঁজ করেন। এ বিষয়ে সব দেশের মহিলাদেরই মনোভাব একরকম।

910
যে মহিলাদের উচ্চতা কম, তাঁরাও প্রেম-বিয়ের জন্য লম্বা ছেলের খোঁজ করেন

সমীক্ষা বলছে, যে মহিলাদের উচ্চতা কম, তাঁরাও বেঁটে ছেলেদের খাটো করে দেখেন। এই ধরনের মহিলাদেরও সঙ্গী হিসেবে প্রাথমিক পছন্দ লম্বা পুরুষ।

1010
সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই এখনও মহিলারা লম্বা সঙ্গী খোঁজেন, বলছে সমীক্ষা

এখনও কোনও মহিলার চেয়ে তাঁর প্রেমিক বা স্বামীর উচ্চতা কম হলে সামাজিকভাবে ব্যঙ্গের শিকার হতে হয়। এই কারণেই মহিলারা সঙ্গী হিসেবে লম্বা পুরুষের খোঁজ করেন। এমনই বলছে সমীক্ষা।

Read more Photos on
click me!

Recommended Stories