Friendship Tips: এমন বন্ধুদের থেকে সর্বদাই দূরে থাকুন, না হলে বিপদ আপনার মাথায়

Published : Sep 24, 2023, 06:42 PM IST
Long distance friendship

সংক্ষিপ্ত

অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যার কথা পরিবারের সদস্যদের আগে বন্ধুকেই জানানো য়ায়। তাই সঠিক বন্ধু নির্বাচনী জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

বন্ধুত্ব পৃথিবীর সর্বকালের সেরা সম্পর্কগুলির মধ্যে একটি। বন্ধু - মানেই মনের কথা প্রাণের কথা সবকিছু খুলে বলা যায়। বন্ধু মানেই দুষ্টু মিষ্টি একটি সম্পর্ক। বন্ধু জীবনের একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু সঠিক বন্ধুত্ব নির্বাচন করতে না পারলে জীবনে চরম সমস্যা তৈরি হয়। কারণ অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যার কথা পরিবারের সদস্যদের আগে বন্ধুকেই জানানো য়ায়। তাই সঠিক বন্ধু নির্বাচনী জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এমন বন্ধুর থেকে সর্বদাই দূরে থাকাই শ্রেয়-

১. আমাদের এমন বন্ধুদের এড়িয়ে চলা উচিৎ যে বা যারা আমাদের উপহাস করে, অসম্মান করে এবং আমাদের সঠিক মূল্যয়ন করতে পারে না। যারা আমাদের নিয়ে মজা ইয়ার্কি করে তাদেরও আমাদের এড়িয়ে যাওয়া উচিৎ।

২. বন্ধুত্ব কিন্তু একতরফাও হয়। অনেক সময় আপনি কোনও একজনকে বন্ধু বলে মনে করলেও সে আপনাকে বন্ধু বলে মনে করে না। আপানার নামে খারাপ কথা বলে। আপনাকে গুরুত্বদেয় না। এজাতীয় বন্ধুদের দ্রুত এড়িয়ে চলুন। তাতেই জীবনে মঙ্গল।

৩. এমন অনেক বন্ধু রয়েছে যারা আমাদের ভাল সময় থাকে, কিন্তু খারাপ সময় দূরে সরে যায়। এজাতীয় বন্ধুদের থেকে দ্রুত দূরে থাকার ব্যবস্থা করুন। প্রাচীন প্রবাদ অসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।

৪. এমন বন্ধু রয়েছে যারা আপনার সঙ্গে সবকিছুতেই প্রতিযগিতা করে। আপনার সমান হওয়ার চেষ্টা করে। এটি অনেক সময় ভাল হলেও অনেক সময় খারাপ হয়। কারণ প্রতিযোগিতামূলক মনোভাব প্রতিহিংসার কারণ হতে দাঁড়াতে পারে। যা আপনার আজান্তেই আপনার ক্ষতি করে দেয়।

 

PREV
click me!

Recommended Stories

ব্রেকআপের পরে কী করবেন, এই কাজগুলো করলে পুরোনো প্রেম ভুলে যাবেন
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের