
Relationship Status: পুজোয় মন খারাপ? ভালোবাসার মানুষটিকে এখনো খুঁজে পাননি? নাকি পূজোয় ভালোবাসার মানুষটির সাথে বেরোতে পারবেন না বলে মন খারাপ? বন্ধুবান্ধবদের মধ্যে দেখে হয়তো কখনো কখনো আবেগপ্রবণ হয়ে পড়ছেন?
মনছোঁয়া হালকা হাসি, অষ্টমীর দিন লাল পাড় সাদা শাড়ি, সাথে সাদা পাঞ্জাবিতে দাড়িয়ে দুষ্টু মিষ্টি হেসে অঞ্জলি দেওয়া! কিংবা একসঙ্গে রাত জেগে ঠাকুর দেখা। দু’জনে যেন একে অপরকে ছাড়া চলতেই পারে না! ঠিক এমনটাই মিস করছেন তো? আর এই রকম পুজোর সময়েই কি আপনি ‘প্রেমহীন’? এবারও আপনার মন পর্যন্ত কেউ এসে পৌঁছাতে পারেনি তাইতো?
মনের মানুষ নেই বলে মনখারাপ করে আর বসে থেকে বছরকার পাঁচটা দিনে আর হতাশ হবেন না। তার চেয়ে বরং নিজেকে ভালোবাসে ‘প্রেমহীন’ পুজো একটু মজা আর হাসি ঠাট্টায় সাথেই কাটান দ্বিগুণ আনন্দে। তাহলে এবার ভেবে নিন কীভাবে পুজো কাটাবেন আর সেই প্লানিং টাই আজ থেকে করতে শুরু করুন।
* এখনতো উইন্ডো শপিং চলে। হাতে শুধু ফোনের অপেক্ষা আর ইন্টারনেট। স্মার্টফোন থাকলেই এখন কেনাকাটি করা সম্ভব। এক ক্লিকেই পছন্দসই পোশাক কেনা যায়। অবশ্য চাইলে অফলাইনেও কেনাকাটি করতে চান। অনলাইন কিংবা বাজারে ঘুরেফিরে পুজোর কেনাকাটি সেরে ফেলুন।
* মনের মানুষ নেই বলে পুজোর আগে ত্বক ও চুলের যত্নে কোনও খামতি রাখবেন না। ব্যস্ততা সামলে সময় করে যান বিউটি পার্লারে। নিজেকে সাজিয়ে তুলুন।
* ঘর সাজালেও অনেকের মন ভালো থাকে। তাই পুজোর আগে নিজেকে সাজানোর পাশাপাশি ঘরও সাজিয়ে তুলুন। কিনতে পারেন নতুন চাদর, পর্দা। নতুন ধরনের আলো কিনেও সাজাতে পারেন ঘর।
* সারাবছর অফিস, ডেডলাইনের ব্যস্ততায় এখন আর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না। পুজোয় ছুটির কটাদিন অন্যান্য সম্পর্কগুলিকে ঝালিয়ে নিন। আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারেন। তাঁদের নিজের বাড়িতে ডেকে নিতে পারেন। কিংবা কাছেপিঠে কোনও রেস্তরাঁ, কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। একসঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করলেও মন্দ হবে না।
* এছাড়া সবচেয়ে ভালো উপায় পুজোর কটাদিনের ছুটিতে কোথাও একা একা ঘুরেও আসতে পারেন। তা সে পাহাড় হতে পারে কিংবা সমুদ্র। তবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে হবে আজই। আর বেশি দেরি করলে টিকিট কিংবা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।