Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?

স্থান-কাল না ভাবিয়েই আসতে পারে চরম যৌন উদ্দীপনা। সঙ্গীর সাথে খুব তাড়াতাড়ি সেক্সের চরম সীমায় পৌঁছতে হলে কী কী করবেন?

Sahely Sen | Published : Jul 22, 2023 3:55 PM / Updated: Aug 14 2023, 06:26 PM IST
16

ব্যস্ত জীবনে সঙ্গীর সঙ্গে চটজলদি যৌন সঙ্গমের আনন্দ উপভোগ করে নিতে চাইলে প্রথমেই স্থানজ্ঞান ভুলে যেতে হবে। গাড়ি হোক, অথবা, ডাইনিং রুম, চটপট দু’জন দু’জনের কাছে আসতে পারাটাই আসল কথা। আগে থেকেই মনে মনে উদ্দাম সেক্সের অনুভূতি গড়ে তুলুন।

26

সঙ্গীর সাথে যৌন আলোচনা করুন। তাঁর শরীরকে আপনি কীভাবে উপভোগ করতে চান, সেই বিষয়ে কথা বলুন।

36

সঙ্গীকে স্পর্শ করার মধ্যে যৌন অনুভূতি প্রকাশ করুন। সেক্সের আগে চুমু খাওয়াকে মোটেও অবজ্ঞা করবেন না। সঙ্গীর উরু বা যৌনাঙ্গে আপনার আলতো উষ্ণ ছোঁয়াই তাঁর প্রতি আপনার ভরপুর কামনা ব্যক্ত করবে।

46

যৌন সঙ্গমের আগে ফোরপ্লে-র ক্ষমতা ব্যাপক। ঠোঁট দিয়ে কানের লতি বা ঘাড়ে স্পর্শ করা, স্তনে ক্রমাগত জিভ দিয়ে খেলা করা, অথবা নিতম্ব বা যৌন অঙ্গে বারবার আঙুল বোলানো, এই পদ্ধতিগুলি সঙ্গী বা সঙ্গিনীকে দুর্দান্ত সেক্সের জন্য পাগল করে তুলবে।

56

যৌন সঙ্গমের সময় সঙ্গীর চোখের দিকে তাকান, নিজের মুখের ভঙ্গিমায় রসবোধ বুঝতে দিন, প্রয়োজন হলে পরিতৃপ্তির শব্দ করুন।, আপনার উদ্দাম সেক্সের উত্তেজনা আপনার সঙ্গীকেও অতি দ্রুত চরম সীমায় পৌঁছতে সাহায্য করবে।

66
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos