ধূমপানের প্রভাবে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। হৃদরোগ, ফুসফসে ক্যান্সারের মতো রোগের কারণ হল ধূমপান। একথা সকলের জানা। তা সত্ত্বেও নিয়মিত ধূমপান করেন অনেকেই। তবে জানেন কি, ত্বক, ফুসফুস ও হার্টের ওপর যেমন প্রভাব ফেলে ধূমপান তেমনই যৌন জীবনে প্রভাব ফেলে এই খারাপ অভ্যেস।