Love Affair: প্রেম-প্রণয়ের সম্পর্কে ভালোবাসার ছোঁয়া দিয়ে কীভাবে দু'জনের সম্পর্ক দীর্ঘস্থায়ী করে রাখা যায় রইল তার কিছু টিপস। প্রেম টিকিয়ে রাখার জন্য জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ।
Romantic Relation: একসঙ্গে এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি তো লাগেই। তাই বলে ভালোবাসা কখনও শেষ হয়ে যায় না। ভালোবাসা কোনও একটা দিনের হয় না। প্রত্যেকটা দিনই নতুন করে একটু একটু করে নিজেদেরকে আপন করে নিজেদেরকে ভালবাসলে তবে গিয়ে সেই সম্পর্কটা সম্পূর্ণতা লাভ করে। নিজেদের সম্পর্ককে কীভাবে নতুনত্বের ছোঁয়া দেবেন এবং তা বছরের পর বছর একই রকমভাবে টিকিয়ে রাখবেন?জেনে নিন তার জন্য কিছু পরামর্শ।
খোলামেলা কথা বলুন
যে কোনও সমস্যা তা সে যত ছোটই হোক বা যত বড় হোক আলোচনা করতে হবে। চেপে রাখলে ভুল বোঝাবুঝি বাড়ে।
একসঙ্গে সময় কাটান। আজকালকার জীবনে কাজের ব্যস্ততা সকলেরই। তারই ফাঁকে কখনও কখনও একসঙ্গে বসে খাওয়া বা হাঁটা অনেক কিছু বদলে দিতে পারে।
ছোট ছোট চমক দিন প্রিয়জনকে। মাঝে মাঝে অল্প কিছু উপহার দিয়ে খুশি করতে পারেন। নিজেই তার কাছে না বলে গিয়ে সারপ্রাইজ দিতে পারেন।
সম্মান বজায় রাখুন। একে অপরকে সবসময় সম্মান করতে হবে। অপমান বা হেয় করলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়।
বিশ্বাস গড়ে তুলুন। কখনও একে অপরের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। একটি সুস্থ সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আস্থাই আসলে সম্পর্কের মূল চাবিকাঠি।
সবসময় একসঙ্গে থাকার চাপ ভুল করেও দেবেন না। যদি পার্টনারের স্পেস প্রয়োজন হয়, তা দিতে হবে। ব্যক্তিগত জায়গারও গুরুত্ব বুঝতে হবে।
সাফল্য ভাগ করে নিন। একে অপরের অর্জনে গর্বিত বোধ করুন। তা নিয়ে খোলাখুলিভাবে মনের ভাব প্রকাশ করুন।
দোষারোপ নয়, সমাধান খুঁজুন। দু’জনের মাঝে কোনও সমস্যা হলে সেই সময় ‘তুমি দোষী’ না বলে ‘আমরা কীভাবে ঠিক করব’, এই সকল কথা বলতে হবে। অর্থাৎ এইভাবে একে অপরকে দোষারোপ চলবে না। অতীত টেনে আনবেন না। পুরনো ভুল বারবার মনে করাবেন না। আরও পরিষ্কার বললে কারও অতীত টেনে আনবেন না। তা হলে দূরত্ব বেড়ে যায়।
হাসি-মজা বজায় রাখুন। রসিকতা আর আনন্দের মুহূর্ত সম্পর্ককে হালকা আর সুন্দর রাখে। তাই আড্ডার ছলে হাসি ও মজা করতে হবে।