কারণ, তাতে সম্পর্কের গঠন আরও শক্তশালী হয় এবং রোগের ঝুঁকিও কমে যায়।
1012
তবে টক্সিক রিলেশন কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর
কিন্তু যে সম্পর্কের ভিত বেশ মজবুত, সেক্ষেত্রে হার্টও বেশ ভালো থাকে। একটি সুন্দর সম্পর্ক আদতে আপনার জীবনযাপন এবং স্বাস্থ্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে।
1112
যে সব যুগলরা নিজেদের মধ্যে বেশি কমিউনিকেট করে থাকেন, তারা অহেতুক চিন্তা বা overthink কম করেন
একসঙ্গে হাসাহাসি করলে এবং মজাদারভাবে জীবনকে উপভোগ করলে স্ট্রেস অনেকটাই কমে যায় (romantic relationship ideas)।
1212
সেইসঙ্গে, শারীরিক মিলনও দুজনের সম্পর্ককে আরও মজবুত করে তোলে
ফলে, একদিকে যেমন সম্পর্ক সুন্দর হয়, তেমনই হার্টের রোগের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়।
Disclaimer: হটাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না জীবনে। আগে উল্টোদিকের মানুষটিকে ভালোভাবে চিনুন এবং জানুন। তারপর সম্পর্কে জড়ান।