Relationship Tips: রোজ রাতে করুন এই কয়টি কাজ, সঙ্গমের ইচ্ছা বাড়বে দ্বিগুণ

এবার থেকে সম্পর্কের উন্নতি করতে রোজ রাতে করুন এই কয়টি কাজ, এতে সঙ্গমের ইচ্ছা বাড়বে দ্বিগুণ।

Sayanita Chakraborty | Published : Oct 13, 2023 7:01 AM IST / Updated: Oct 13 2023, 01:05 PM IST

সারাদিন কাটে ব্যস্ততার মধ্যে। বর্তমানে অধিকাংশ স্বামী-স্ত্রী দুজনেই কর্মরত। সে কারণে অফিসের চাপ, কাজের চিন্তা, আর্থিক সমস্যা থেকে শুরু করে নানান চিন্তা থাকে মনে। এরই প্রভাবে সম্পর্কে পড়ে খারাপ প্রভাব। তেমনই যৌন জীবন সঠিক না হলে এর খারাপ প্রভাব পড়ে সম্পর্কের ওপর। এবার থেকে সম্পর্কের উন্নতি করতে রোজ রাতে করুন এই কয়টি কাজ, এতে সঙ্গমের ইচ্ছা বাড়বে দ্বিগুণ।

একসঙ্গে ঘুমতে যান রোজ। একই ঘরে ঘুমাবেন। যতই কাজ করুন, তা সময়ের মধ্যে শেষ করে নিন। রোজ এক সঙ্গে শুতে যান।

Latest Videos

জড়িয়ে ধরে সারা রাত ঘুমান। এতে সম্পর্কে উন্নত হবে। গাঢ় হবে সম্পর্ক। সম্পর্ক উন্নত করতে যৌন জীবনে সুখ পেতে হলে এবং সঙ্গমের ইচ্ছা বাড়াতে রোজ রাতে জড়িয়ে ধরে ঘুমান।

সুগন্ধী স্প্রে করে দিন ঘরে। রোজ রাতে ঘরে সুগন্ধী স্প্রে করলে মন ভালো থাকবে। এর শুভ প্রভাব পড়বে সম্পর্কে। সঙ্গমের ইচ্ছা বাড়বে।

স্মার্ট ফোন বন্ধ করে নিন। ফোন অন থাকলে ফোন আসা নোটিফিকেশন কিংবা কোনও জিনিসের দিকে বারে বারে মন যাবে। এবার থেকে মেনে চলুন এই টিপস। সম্পর্কের উন্নতি করতে ফোন দূরে রাখুন। রোজ রাতে করুন এই কাজ। এতে মিলবে উপকার।

ঘুমাতে যাওয়ার আগে ঝগড়া হলে তা মিটিয়ে নিন। পুরনো কোনও অশান্তি টেনে রাতে আলোচনা করবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে মন শান্ত রাখুন। অশান্তি ঘুমাতে গেলে সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। সঙ্গমের ইচ্ছা বাড়াতে গেলে ঘুমাতে যাওয়ার আগে অশান্তি করবেন না।

 

 

আরও পড়ুন

১২ হাজার পুলিশ কনস্টেবল ভর্তি, রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে নিয়োগ

Viral Video: বিড়াল চুমু খেল বার্বিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখুন

মহিলাদের বড় স্তনের জন্য হতে পারে পিঠ ব্যথা থেকে সংক্রমণ! জেনে নিন কীভাবে মোকাবিলা করবেন

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M