ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হলে কতটা গভীর হয় সম্পর্ক? কী বলছে গবেষণা?

মোবাইল ফোন জনপ্রিয় হয়ে ওঠার পর থেকেই প্রেমের ধরন বদলে গিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে আলাপ থেকে বহু সম্পর্ক শুরু হয়েছে। পরবর্তীকালে ডেটিং অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে।

Soumya Gangully | Published : Nov 30, 2024 8:47 PM
110
ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক শুরু হলে গভীর হয় প্রেম, বলছে গবেষণা

মুখোমুখি আলাপের মাধ্যমে যে সম্পর্ক শুরু হয়, ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হওয়া সম্পর্ক একটুও আলাদা নয়। প্রেমের অনুভূতি, আবেগ একইরকম থাকে। এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

210
ডেটিং অ্যাপ সম্পর্কে সাধারণভাবে প্রচলিত ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা

অনেকেরই ধারণা, ডেটিং অ্যাপে সবাই ভুয়ো তথ্য, ছবি দেয়। ফলে এই সম্পর্ক স্থায়ী হয় না। তবে গবেষণা বলছে, এই ধারণা ভুল।

310
বর্তমান সময়ে সামনাসামনি আলাপের চেয়ে ডেটিং অ্যাপের মাধ্যমেই বেশিরভাগ সম্পর্ক শুরু হচ্ছে

গত এক দশকে সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে ডেটিং অ্যাপ। অনলাইনে যে সম্পর্কগুলি শুরু হচ্ছে, সেগুলি দীর্ঘস্থায়ী হচ্ছে।

410
নিন্দুকদের মুখ বন্ধ করে অনলাইন ডেটিংয়েও যথেষ্ট আবেগ-ভালোবাসা দেখা যাচ্ছে

অনেকে দাবি করেন, ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হওয়া সম্পর্কে আবেগ থাকে না, অসততা দেখা যায়। কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে গবেষণা।

510
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর ইউনিভার্সিটির এক গবেষক অনলাইন ডেটিং নিয়ে নতুন তথ্য দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মিকি লেঙ্গালিস ডেটিং অ্যাপ নিয়ে গবেষণা করেছেন।

610
শুরুতে ডেটিং অ্যাপ নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও, পরিস্থিতি বদলেছে, মত গবেষকের

মিকি লেঙ্গালিস জানিয়েছেন, ‘আমি যখন গবেষণা শুরু করি, তখন ডেটিং অ্যাপ নিয়ে নেতিবাচক ধারণা প্রচলিত ছিল। তবে আমার অনেক ছাত্র-ছাত্রী এবং বন্ধু জানায়, ওরা ডেটিং অ্যাপের মাধ্যমেই সঙ্গী খুঁজে পেয়েছে। ওরা কতটা সুখে আছে, আমি সেটাই দেখতে চেয়েছিলাম।’

710
এই গবেষণায় অংশগ্রহণ করা অনেক তরুণ-তরুণীই ডেটিং অ্যাপের মাধ্যমে সঙ্গী খুঁজে পেয়েছেন

এই গবেষণায় অংশগ্রহণ করেন ২৩৩ জন কলেজ পড়ুয়া। তাঁদের মধ্যে মোট ৬৩ জন ডেটিং অ্যাপের সঙ্গী খুঁজে পেয়েছেন। এর মধ্যে ৩৪ জনের সম্পর্ক টিকে আছে এবং ২৯ জন অতীতে সম্পর্কে জড়িয়েছিলেন।

810
ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হওয়া সম্পর্কে ভালোবাসার অভাবের কথা বলছেন না গবেষণায় অংশগ্রহণকারীরা

এই গবেষণায় অংশগ্রহণকারী কলেজ পড়ুয়ারা জানিয়েছেন, তাঁদের সম্পর্কে ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা, পারস্পরিক আস্থা, আবেগ, ভালোবাসার অভাব নেই বা ছিল না।

910
মুখোমুখি আলাপের সঙ্গে অনলাইন ডেটিংয়ের কোনও পার্থক্য দেখা যাচ্ছে না

গবেষণায় যোগ দেওয়া পড়ুয়াদের কথায় জানা গিয়েছে, মুখোমুখি আলাপের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক এবং অনলাইন ডেটিংয়ের অনুভূতি একইরকম।

1010
বর্তমান সময়ে ডেটিং অ্যাপ নিয়ে আর নেতিবাচক ধারণা নেই, মত মিকি লেঙ্গালিসের

মিকি লেঙ্গালিস জানিয়েছেন, এখন আর ডেটিং অ্যাপ নিয়ে সেরকম কোনও নেতিবাচক মনোভাব নেই। তরুণ প্রজন্ম খোলা মনে এই মাধ্যমকে গ্রহণ করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos