আপনার প্রেম জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে আপনার শৈশবের ওপর, জানুন বিশেষজ্ঞের মত

Published : Jul 10, 2025, 02:48 PM IST
Parenting Tips

সংক্ষিপ্ত

মায়েরাই শিশুদের প্রথম শিক্ষক। পড়াশোনা শেখা থেকে শুরু করে ভবিষ্যতে প্রেমের সম্পর্ক কেমন হবে তাও অজান্তেই আপনার মনে গেঁথে যায় আপনার মায়ের থেকে। সুতরাং শৈশবে মায়ের সাথে সম্পর্কের উপর নির্ভর করে ভবিষ্যতের সম্পর্কের রসায়ন।

প্রথম শব্দ, প্রথম হাঁটা, প্রথম অনুভব—সবকিছুতেই একজন সন্তানের প্রথম সঙ্গী হলেন তাঁর ‘মা’। তাঁর কাছ থেকেই সন্তান শেখে কেমন হবে সম্পর্ক, কেমন হবে ভালোবাসা, কেমন হবে আত্মপ্রকাশ। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষের প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবন, তার শৈশব এবং মায়ের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতার ওপর নির্ভর করে কিন্তু কীভাবে? আসুন জেনে নেওয়া যাক কী বলছেন বিশেষজ্ঞরা।

কীভাবে একজন মা প্রভাব ফেলেন আমাদের সম্পর্কের রসায়নে?

১। শর্তসাপেক্ষ ভালোবাসা

শৈশবে যদি ভালোবাসা পাওয়াটা শর্তসাপেক্ষ হয়, সেক্ষেত্রে ধারণা তৈরি হয় যে ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা অর্জন করতে গিয়ে সেক্ষেত্রে নিজের ইচ্ছে, পছন্দ দমন করার প্রবণতা তৈরি হয়। সাথে থাকার আশ্রয় নয়। যা সম্পর্কে সংযোগে বাধা হয়ে দাঁড়ায়।

২। অনুভূতি প্রকাশে দ্বিধা

যদি মা অনুভূতি প্রকাশে অত্যন্ত নিয়ন্ত্রিত হন বা দ্বিধা বোধ করেন, সেক্ষেত্রে সন্তানরা ছোট থেকেই একটা আত্মপ্রকাশে কুন্ঠা নিয়ে বেড়ে ওঠেন। অনেকক্ষেত্রেই নিজেদের ইচ্ছেটা প্রকাশই করতে পারেন না। কারণ, অনুমোদন মিলবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকে। 

এছাড়াও মায়ের যৌনতা নিয়ে লজ্জার ধারণা থাকলে, মেয়েরা নিজেদের যৌনতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর ছেলেরাও দ্বন্দ্বে ভোগে।

৩। নিরাপত্তা নিয়ে ভয়

মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক, ছেলে বা মেয়ের ক্ষেত্রে তাদের সঙ্গীর কাছে নিজেকে নিরাপদ মনে না করার কারণ হয়ে ওঠে। এসব ক্ষেত্রে প্রেমের সম্পর্কে ভয়ের প্রাচীর গড়ে উঠতে থাকে। সম্পর্কে দূরত্ব তৈরি হয় একটা পর্যায়ের পর।

৪। মা-বাবার সম্পর্কের ছাপ

ছোটবেলায় বাবা-মায়ের সম্পর্কে যদি নিয়মিত ঝগড়া, অসম্মান বা উপেক্ষা থাকলে, বড়ো হলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়। ভবিষ্যতেও সম্পর্কে সেই নেতিবাচকতা অনিচ্ছাকৃতভাবে হলেও চলে আসে।

৫। সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা

মা যদি সংসারের নীতি নির্ধারক হন সেক্ষেত্রে সন্তানের সমস্ত কাজের সিদ্ধান্ত মা'ই নিয়ে থাকেন। সেক্ষেত্রে সঙ্গী নির্বাচনের সময়ও মায়ের পছন্দ এবং সিদ্ধান্ত নিয়ে চাপে খাজেন অনেকে। এমনকি সম্পর্ক ভালো হলেও মা মেনে নেবেন কি না বা মা কী ভাববেন একথা ভেবেও অনেকেই বিচ্ছেদের পথে হাঁটেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের
ব্রেকআপের পর ঠিক কী কী করণীয়? এই কাজগুলি পুরোনো প্রেম ভুলিয়ে দেবে