শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খাদ্যতালিকায় রাখুন এইসব খাবার

  • শরীরে হাড়-এর গঠনে বিশেষ ভুমিকা পালন করে ক্যালসিয়াম
  • ক্যালসিয়ামের অভাবে হাড় হতে পারে ভঙ্গুর
  • শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করা খুবই জরুরী
  • ক্যালসিয়ামের অভাব পূরণ করতে খান এই খাবার
Indrani Mukherjee | Published : Jul 2, 2019 3:19 PM

আমাদের শরীরে হাড়-এর গঠনে বিশেষ ভুমিকা পালন করে ক্যালসিয়াম। শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড় হতে পারে ভঙ্গুর। তবে একটা বয়সের পর সকলেই হাড়ে ক্ষয় হয়, তাই হাড় মজবুত রাখতে এবং শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে খান এই খাবারগুলি।

১) আমন্ড- আমন্ড ক্যালসিয়ামের অন্যতম উৎস। এতে থাকা ক্যালসিয়াম হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে। তাই আপনার শিশুকে প্রতিদিন আমন্ড বাদাম দিন। 

Latest Videos

২) সয়া মিল্ক- ল্যাকটোজ জাতীয় খাবার যারা খেতে পারেন না তাঁদের জন্য সয়া মিল্ক খুবই কার্যকরী। সয়া মিল্ক শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। 

৩) ডুমুর- ডুমুরে একদিকে যেমন প্রচুর পরিামাণে আয়রন থাকে তেমনই পাশাপাশি এটি ক্যালসিয়ামেরও অন্যতম উৎস। শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে ডুমুর খুব ভাল কাজ করে।

৪) সামুদ্রিক মাছ- সলমন ও সার্ডিন জাতীয় মাছ ক্যালসিয়ামের ভরপুর উৎস। চিকিৎসকরা বলেন যেকোনও ধরের সামুদ্রিক মাছই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য় করে। 

৫) বিনস- বিনসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়াম বাড়াতে খাদ্যতালিকায় রাখতেই হবে বিনস।

৬) সবুজ শাক-সবজী- অধিকাংশ সবুজ শাক-সবজীই ক্যালসিয়ামের ভরপুর উৎস। যদিও ছোটরা সবুজ শাক-সবজী খেতে খুব একটা পছন্দ করে না। তবুও হাড় ও দাঁতের যত্ন নিতে, সর্বপরি শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সবুজ শাক-সবজী খাওয়া দরকার।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata