সম্পর্কে একঘেয়েমি! ছোট ছোট অনুভুতির যত্ন করে সাজিয়ে তুলুন সম্পর্ক

প্রেমের সম্পর্কে একঘেয়েমি কাটান

নতুন করে সাজিয়ে নিন সম্পর্ক

একটু বেশি করে একে অন্যকে সময় দিন

নতুন করে একে অন্যকে চিনে নিন

Jayita Chandra | Published : Aug 8, 2019 12:58 PM IST

সম্পর্কের শুরুতে যে টান ছিল তা বর্তমানে নেই, বা প্রথমে প্রেমিক বা প্রেমিকা এই কাজগুলো করত, কিন্তু এখন আর করে না। বা কখনও আবার অনেকে মনে করে থাকেন যে প্রেম যত পুরনো হয়, ততই তার আকর্ষণ নষ্ট হয়। এমন অবস্থা যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে হয়ে থাকে তবে তা সুন্দর করে সাজিয়ে তোলার এটাই সঠিক সময়।

আরও পড়ুনঃ বয়সে বড় প্রেমিকা, সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় রাখুন ছয়টি টিপস

জানুন এই সময় আপনার কী কী করা উচিতঃ
১) নিয়ম ভেঙেই একদিন কথা বলুন মন খুলে। সম্পর্ক বেশি দিনের হয়ে গেলে এক বাধা ধরা জীবন হয়ে যায়। কোন সময় কথা হবে আর কখন হবে না তা প্রায় জানা। একদিন ছক ভেঙেই ফোন করুন ও কথা বলুন।
২) চেনা জায়গা ছেড়ে নতুন কোথাও থেকে বেড়িয়ে আসুন। সেখানে অভিজ্ঞতা নতুন হবে, ফলে সম্পর্কে নতুন এক স্মৃতি তৈরি হবে।
৩) ছোট ছোট আবেগগুলো যা স্বাভাবিক হয়ে গিয়েছিল সেগুলোকে আবার একবার মনে করে নিন। প্রথমে কোন জায়গা যেতেন, বা কে কি খেতে ভালো বাসেন, তা একবার ভেবে নিয়েই পরিকল্পনা করে ফেলুন।
৪) কেন এই সম্পর্কে আপনার সমস্যা হচ্ছে তা তো রোজই মনে করিয়ে দিচ্ছেন। একদিন মনে করিয়ে দিন কেন আপনি এই সম্পর্কে আজও আছেন। এবং একে অন্যকে ভালোবেসে চলেছেন। 
৫) দুরুত্ব কমিয়ে বিশ্বাস ভরসা আরও বেশি করুন। প্রশংসা করা, সমস্যাগুলো বুঝতে শেখা ও সুখ দুঃখ ভাগ করে নেওয়া। নতুন করে ডেটিং করা, দেখবেন আবার সব যেন নতুন করে ভালো লাগছে। 

Share this article
click me!