Durga Puja 2023: বাচ্চাকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে গেলে অবশ্যই মনে রাখুন এই বিষয়গুলি

হাজার মানুষের লাইন থাকলেও ভিড় ঠেলে ঠাকুর দেখায় ক্লান্তি নেই। তাই এই ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখার দলে যদি কোনও ছোট সদস্য থেকে থাকে তবে অবশ্যই আপনাকে তার প্রয়োজনীয়তা কথা ভেবে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি।

 

Pandal Hopping with kids: দুর্গাপুজোয় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখার আগ্রহ থাকে সকলের মধ্যেই। বছরে একবারই মেলে এই সুযোগ। তাই এই সময়ে সকল বাধা বিপত্তি উপেক্ষা করেই রাস্তায় নামে মানুষের ঢল। আলোর রোশনাই, প্রতিমা আর থিমের সমারোহে সেজে ওঠে গোটা বাংলা। তাই হাজার মানুষের লাইন থাকলেও ভিড় ঠেলে ঠাকুর দেখায় ক্লান্তি নেই। তাই এই ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখার দলে যদি কোনও ছোট সদস্য থেকে থাকে তবে অবশ্যই আপনাকে তার প্রয়োজনীয়তা কথা ভেবে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি।

ঠাকুর দেখতে যাওয়া মানেই সময়ের কোনও ঠিক থাকে না। তাই অনেকটা সময় খুদেকে বাইরে সঙ্গে নিয়ে ঘুরতে হলে, সঙ্গে রাখতে হবে তার অতি প্রয়োজনীয় জিনিসগুলি। যার মধ্যে প্রথম তালিকায় রয়েছে ওষুধপত্র। নতুন জামা থাকলেও ভিড়ে সময় কাটানোর পর বাচ্চার অস্বস্তি হতেই পারে নতুন জামায়, তাই সঙ্গে রাখুন নরম কাপড়ের অথবা সুতির একটি জামা। যা পড়লে স্বস্তিতে থাকবে পাড়বে আপনার খুদে।

Latest Videos

বাচ্চা খুব ছোট হলে অবশ্যই সঙ্গে রাখুন ডাইপার, সময় মতো তা বদলেও ফেলুন। সেই সঙ্গে ব্যাগে রাখুন ন্যাপকিন ও স্যানিটাইজার। অনেকটা সময় ধরে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে বাচ্চার খাওয়ার ও জল অবশ্যই সঙ্গে রাখবেন। যতটা সম্ভব বাইরের খাওয়ার এড়িয়ে চলার চেষ্টা করুন। সাধারণ এই বিষয়গুলো মাথায় রাখলেই নিশ্চিন্তে নিজের পছন্দের ঠাকুর লাইন দিয়ে সময় নিয়ে দেখতে পারবেন। ছোট্ট সঙ্গীর জন্য কোনও কারনেই আপনার ঠাকুর দেখায় বিঘ্ন ঘটবে না। আর একইসঙ্গে আপনার সন্তানেরও কোনও সমস্যা হবে না পুজো উপভোগ করতে।

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury