শীতেই বসছেন ছাদনা তলায়? হানিমুনে চলে যেতে পারেন বাজেট ফ্রেন্ডলি এই ৫ স্বর্গীয় জায়গায়

Published : Nov 28, 2025, 09:28 PM IST
Best Hill Stations to Visit in Monsoon

সংক্ষিপ্ত

Honeymoon Special Travel Tips: অল্প শীতেই ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি শান্তশিষ্ট রোমান্টিক পর্বত ঘেরা জায়গায়। শীতেই যদি বসেন ছাদনা তলায় তাহলে মধুচন্দ্রিমায় ঘুরে আসতে পারেন হিমালয়ের কোলে এই কয়েকটি জায়গায়।

Honeymoon Special Travel Tips: হিমালয়ের কোলে হানিমুন করতে কে না চায়? এক রোমান্টিক এবং অ্যাডভেঞ্চারপূর্ণ অভিজ্ঞতা, যেখানে শান্ত উপত্যকা, মনোরম পর্বতমালা এবং সুন্দর হিল স্টেশনগুলির মধ্যে একটি রোমান্টিক ছুটি কাটানো যায়। আর এই শীতেই যদি আপনি ছাঁদনাতলায় বসেন, তাহলে মধুচন্দ্রিমার জন্য সিকিমের এই কয়েকটি গন্তব্য বেছে নিতে পারেন অনায়াসে। খুব একটা টাকা কড়িও খরচ হবে না আবার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রোম্যান্সও জমে উঠবে।

কোথায় ঘুরতে যাবেন?

হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড (যেমন নৈনিতাল, মুন্নার), সিকিম এবং ভুটান এই ধরনের হানিমুনের জন্য জনপ্রিয় গন্তব্য। এই স্থানগুলি মনোরম দৃশ্য, শান্ত পরিবেশ এবং রোমান্টিক সময় কাটানোর জন্য এক সুন্দর মিশ্র অনুভূতি দেয়।

গুরুদোংমা :

উত্তর সিকিমের এই লেকের কথা না বললেই নয়। শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে গুরুদোংমার হ্রদ। গ্যাংটক থেকে ভায়া লাচেন হয় এখানে যেতে হয়। শেয়ার ট্যাক্সি বুক করেও যেতে পারেন এখানে। তবে জেনে রাখা ভালো, সিকিমের এই গন্তব্যগুলিতে যাওয়ার জন্য কিন্তু আগাম অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে হোমস্টে কিংবা হোটলের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাই ব্যবস্থা করে দেন অধিকাংশ সময়ে।

চালামথাং :

দক্ষিণ সিকিমের এই ছোট্ট গ্রাম যেন প্রকৃতির স্বর্গরাজ্য। শীতকালীন মরশুমে আরও এক অন্য রূপধারণ করে চালামথাং। হোক কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, তবুও সিকিমের এই ছোট্ট গ্রাম যেন ভুলিয়ে দেয় শহুরে সমস্ত স্ট্রেস। চালামথাংয়ের প্রধান আকর্ষণ প্রায় ১৬০ বছরের পুরনো এক কুটির। বাঁশ, ঘাস আর গাছের ডালে তৈরি এই কুটির সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের ঢালে। পার্বত্যবাসের নির্মাণশৈলী উপভোগ করার পর চলে যেতে পারেন বান জাখরি গিরিকন্দর। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এখানে ঘণ্টা চারেকের মধ্যে পৌঁছে যাবেন।

ইয়ুমথাং :

উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম। লাচুং থেকে সোজা চলে যাতে পারেন ইয়ুমথাংয়ে। তুষারাবৃত উপত্যকায় বলিউড তারকার মতো রোম্যান্স করতে চাইলে ইয়ুমথাং ভ্যালি সেরা অপশন। এখান থেকে ঘুরে নেওয়া যায় জিরো পয়েন্ট। লাচুংও দারুণ সুন্দর। ইয়ুমথাংয়ের বুক চিরেই বয়ে গিয়েছে পার্বত্য নদী। সেই রূপও নয়নাভিরাম। তবে উত্তর সিকিমের এই গ্রামে যেতে চাইলে লেখানকার অনুমতি আবশ্যক। গ্যাংটক থেকে ৪-৫ ঘণ্টার রাস্তা। শেয়ার ট্যাক্সিতে চলে যেতে পারেন।

ইয়াকসম :

সিকিমের পশ্চিমপ্রান্তে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। ইয়াকসমও পর্যটকদের কাছে বেশ পছন্দের। আর শীতকাল হলে তো কথাই নেই। ট্রেক করতে চাইলে ইয়াকসম দারুণ অপশন। গোয়েচা লা ট্রেক অনেকে এখান থেকেই শুরু করেন। এখানে অবস্থিত পুরনো বৌদ্ধ মন্দির থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যের ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন।

জঙ্গু :

এটিও উত্তর সিকিমে। এখান থেকে লিংজা জলপ্রপাত, লিংডেম উষ্ণ প্রস্রবণ, লিংথেম বৌদ্ধমঠ, তিংভং গ্রামে অনায়াসে ঘুরে আসতে পারেন। লেপচা জনজাতির বাস এখানে। যেমন শান্ত, নিরিবিলি, তেমনই প্রকৃতি এই গ্রামকে ঢেলে সাজিয়ে। গ্যাংটক থেকে ভায়া মঙ্গন হয়ে জঙ্গু যেতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতের দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কলকাতা থেকে একদিনে গিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে
ভারতেই নরওয়ের মত জায়গার উপভোগ করুন আর শীতের ছুটি কাটিয়ে আসুন