ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেল আমাদের দেশের প্রাণ। ভারতীয় রেলওয়েতে প্রতিদিন কোটি কোটি মানুষ ভ্রমণ করে।
অনেক কোম্পানি অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সুবিধা দেয়। বেসরকারি অ্যাপগুলিতে বিভিন্ন চার্জের কারণে টিকিটের দাম অনেক বেড়ে যায়।
IRCTC-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে কম খরচে ট্রেনের টিকিট বুক করা যায়। কোনও অতিরিক্ত চার্জ দিতে হয় না।
বেসরকারি অ্যাপের মাধ্যমে টিকিট বুক করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। এর ফলে টিকিটের দামের সাথে আরও অনেক টাকা দিতে হয়।
IRCTC-এর মাধ্যমে টিকিট বুক করলে ১০০ টাকার বেশি সাশ্রয় করা যাবে। ভ্রমণের দূরত্ব, কোচের উপর নির্ভর করে সাশ্রয়ের পরিমাণ কমবেশি হতে পারে।
Deblina Dey