
Beypore Beach Kozhikode: কেরলের (Kerala) কোঝিকোড় বেপোর বিচে একটি অভিনব স্থাপত্যের উদাহরণ, যা ঢেউয়ের তালে দুলতে থাকে, কিন্তু পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এই সেতুটি একটি 'ফ্লোটিং' বা 'ভাসমান' সেতু, যা সমুদ্রের উপর ভাসমান অবস্থায় রয়েছে এবং জোয়ার-ভাঁটার সঙ্গে এটিও ওঠানামা করে। যা দেখতে ঢেউয়ের তালে দুলছে বলে মনে হয়। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা এবং তাঁরা নিশ্চিন্তে এর উপর দিয়ে হেঁটে যেতে পারে। কারণ এটি অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছে। এই বিস্ময়কর সেতুর একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই (ANI)। তাতেই দেখা যাচ্ছে, সমুদ্র সফেনের পাশেই নীলচে রঙের সেতু, ঢেউয়ের ঝাপটায় দুলছে তা। আর সেতুর উপর দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ। দিব্যি তাঁরা উপভোগ করছেন সেতুর নাচন! এভাবে ওঠানামা করতে করতেই সমুদ্রের পাশ দিয়ে একদিক থেকে আরেকদিকে পেরিয়ে যাচ্ছেন পর্যটকরা। বুকে খানিক ভয় থাকলেও সেতুতে ওঠার পর সেই ডর কেটে যাচ্ছে এমন রোমহর্ষক অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।