বর্তমানে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল গোয়া। ছোট্ট এই রাজ্যে বেড়াতে গেলে পাহাড়, সমুদ্র সবকিছুর দর্শন মেলে। বর্ষাকালে যা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বৃষ্টির দিনে গোয়ার সৈকতগুলি শান্ত এবং মনোরম থাকে। ফলে বেশি ভিড়ের ঝক্কি ছাড়াই ঘুরে আসতে পারেন এখান থেকে।