Monsoon Travel Places: বর্ষায় সাক্ষী থাকুন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের, ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে

Published : Jun 28, 2025, 04:58 PM IST

Travel News: ঘুরতে যেতে মন চাইছে কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? এই বর্ষার মরশুমে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন কাছেপিঠের এই জায়গাগুলি থেকে। কীভাবে যাবেন? রইল টিপস। 

PREV
16
দার্জিলিং

ঘুরতে যাওয়ার কথা উঠলে যে জায়গাটির নাম সবার প্রথমে মাথায় আসে সেটি হল বাঙালির প্রিয় দার্জিলিং। বর্ষায় কুয়াশাচ্ছন্ন চা বাগান এবং মনোরম দৃশ্য সহ দার্জিলিং একটি জনপ্রিয় গন্তব্য হতে পারে আপনার জন্য। তাহলে আর দেরি কেন? ব্যাগপত্র ঘুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। 

26
মুন্নার

কেরল রাজ্যে অবস্থিত মুন্নার তার সবুজ চা বাগান, জলপ্রপাত এবং মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বর্ষাকালে এখানকার সবুজ উপত্যকা এবং চা বাগান আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

36
কুর্গ

কুর্গ হল ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত। কুর্গ পর্যটকদের কাছে তার কফি বাগান, জলপ্রপাত এবং সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত। বর্ষাকালে কুর্গের সবুজ প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ফলে হাতে একটু বেশি দিনের ছুটি থাকলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। 

46
উটি

তামিলনাড়ুর এই হিল স্টেশনটি চা বাগান, বোটানিক্যাল গার্ডেন এবং মনোরম জলপ্রপাতের জন্য বিখ্যাত। বর্ষাকালে উটির সবুজ প্রকৃতি আরও মনোরম হয়ে ওঠে। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন দক্ষিণের এই রাজ্য থেকে। 

56
গোয়া

বর্তমানে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল গোয়া। ছোট্ট এই রাজ্যে বেড়াতে গেলে পাহাড়, সমুদ্র সবকিছুর দর্শন মেলে। বর্ষাকালে যা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বৃষ্টির দিনে গোয়ার সৈকতগুলি শান্ত এবং মনোরম থাকে। ফলে বেশি ভিড়ের ঝক্কি ছাড়াই ঘুরে আসতে পারেন এখান থেকে। 

66
মেঘালয়

হানিমুন কাণ্ডের পর মেঘালয় এখন সংবাদ শিরোনামে থাকলেও বর্ষাকালে মেঘালয়ের অপরূপ সৌন্দর্য যে কোনও পর্যটন কেন্দ্রকে হার মানাবে। মন চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকেও। 

Read more Photos on
click me!

Recommended Stories