রাজ্যের পর্যটনে এবার নতুন আকর্ষণ, গড়চুমুকে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার

Published : Jul 22, 2025, 09:29 PM IST
Image of Royal Bengal

সংক্ষিপ্ত

গড়চুমুক জুলজিক্যাল পার্কে এবার আসতে চলেছে নতুন চমক। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে নিয়ে আসা হচ্ছে একজোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার।

রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করতে চলেছে গড়চুমুক জুলজিক্যাল পার্ক। বহু প্রতীক্ষার পর এ বছরের শেষ কিংবা আগামী বছরের গোড়ার দিকে এই পার্কে আসছে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে আনা হবে এই দু’টি বাঘ, যা নিঃসন্দেহে বনপ্রেমী ও পর্যটকদের জন্য এক বড়ো সুখবর।

শনিবার গড়চুমুক পর্যটনকেন্দ্রে বনমহোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যপালিত মন্ত্রী পুলক রায়। তাঁর কথায়, “এই চিড়িয়াখানায় দুটি রয়‍্যাল বেঙ্গল টাইগার আনা হবে। সেই বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। বাঘ নির্বাচন হয়ে গিয়েছে। তবে তা আসতে এখনও কয়েকমাস দেরি হতে পারে।”

বাঘ রাখার জন্য দরকার বিশেষ ধরনের সুরক্ষিত ও বৈজ্ঞানিক ভাবে বানানো খাঁচা, যার নকশা অনুমোদন করেছে জু অথরিটি অফ ইন্ডিয়া (ZAI)। হাওড়া জেলার বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ষার কারণে কাজ শুরু করা যায়নি। তবে শীঘ্রই তা শুরু হবে।

জেলা বনাধিকারিক দীপককুমার মণ্ডল বলছেন, “বর্ষা নেমে যাওয়ায় কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে। এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই গড়চুমুক জুলজিক্যাল পার্কে রয়‍্যাল বেঙ্গল টাইগার এসে যাবে"।

আর কী কী আনা হবে?

শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, গড়চুমুক জুলজিক্যাল পার্কে আসতে চলে চিতাবাঘ, হায়েনা ও নেকড়ে। এইসব পশুর জন্য খাঁচা বানানোর কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, বনদপ্তর ও হাওড়া জেলা পরিষদ আয়োজিত শনিবারের এই বনমহোৎসব উপলক্ষে চারা বিতরণ, আলোচনাসভা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ প্রভৃতি কর্মসূচি হয়। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, জেলা সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস বসু প্রমুখ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে পারেন এই কয়টি জায়গায়, রইল সেরা ভ্রমণের ঠিকানা
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?