
Travel Tips: সম্পর্কে টানা পরেন যখন দেখা দেয় তখন দুটো মানুষের মধ্যে অনেকটা দূরত্ব এসে দাঁড়ায়, আর সেই সময় মানুষের প্রয়োজন একটু একাকিত্বে সময় কাটানো একে অপরকে আবার করে বোঝা এবং নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্কটাকে নতুনভাবে দেখা। রোজকার ঝঞ্ঝাট কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে নির্জনে আসতে হবে কাছাকাছি। এক কাপ চা হাতে নিয়ে পাহাড় কিংবা সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে মোমের মতো গলে পড়বে জমে থাকা সমস্ত রাগ-অভিমান। তবে শর্ত কিন্তু একটাই, এই সময়টা হবে শুধু দু’জনের। থাকবে না পরিবার কিংবা সন্তান।
তাই একটু একাকী নির্জনে সময় কাটানোর একটু প্রয়োজন। তাই ভারতের কয়েকটি বিশেষ অ্যাডাল্ট হোটেল যেখানে ১৪ বছরের নিচে বাচ্চাদের যাওয়া নিষেধ।
দ্য পার্ক বাগা রিভার গোয়া
দেশে প্রাপ্তবয়স্ক ছুটি কাটানোর কথা উঠলে সবার আগে গোয়ার নামটাই আসে, এখানেই বা তার ব্যতিক্রম হয় কী করে! বাগা নদীর পারে গোয়ার এই রিসর্টে ১৮ বছরের নিচে বয়স হলে প্রবেশ নিষেধ। অতএব, জলের ঢেউ গুনেই হোক বা একে অপরের হার্টবিট- সম্পর্কের উষ্ণতা ফেরাতে এখানে পাড়ি দেওয়াই যায়।
হিমালয়ের কোলে আনন্দের বোলে
আমাদের সংস্কৃত কাব্যে, বিশেষ করে কালিদাসের লেখায় পাওয়া যায় যে হিমালয় হল দেবযোনির নর্মভূমি। নিত্য সেথা বিহার করেন। দেব-যক্ষ-কিন্নর-অপ্সরারা। মানুষকেও এবার এই সুযোগ দিচ্ছে হৃষীকেশের আনন্দ রিসর্ট। অপার শান্তি যাতে বাচ্চাদের উপদ্রবে বিঘ্নিত না হয়, সেই জন্যেই এখানে ১৪ বছরের নিচে বয়স হলে প্রবেশ নিষেধ। মন এখানে বুঝে নেয় আরেক মনের ভাষা, কথা বলে শুধু প্রকৃতির বাঙ্ময় রূপ।
বৎসায়নের উৎসবে
হিমালয়ের আলমোড়ার শিবালিক শিখরে সম্পর্কের তুঙ্গবিন্দুতে পৌঁছে দেবে বাৎস্যায়ণ রিসর্ট। কামশাস্ত্রপ্রণেতার নামে যে আবাস উৎসর্গীকৃত, সেখানে যে সব ভুলে শরীররবে ভেসে যাওয়ার আয়োজন, তা আলাদা করে না বললেও চলে!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।