শীতের সময় হোক কিংবা গরমে- বরফের দেশে ঘুরতে যেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু, এই বরফ পেতে গেলে বছরের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আজ সুখবর রইল বরফ প্রেমীদের জন্য। হদিশ রইল একটি গ্রামের। যে গ্রামে গেলে ঠান্ডায় জমে যাবেন। গ্রামের নামেও আছে এই মানে।
জায়গার নাম লাম্বাসিঙ্গি। বিশাখাপত্তনমের সবুজ পাহাড়ি উপত্যকায় ঘেরা এই গ্রাম। শুধু শীত নয় এই লাম্বাসিঙ্গি গ্রাম সারা বছর ঢাকা থাকে ঘন কুয়াশায়। আর শীত পড়া মাত্রই তাপমাত্রার পারদ নামতেই তাকে চড়চড় করে। নামে মাইনাস ২ ডিগ্রিতে গিয়ে। আর যখনই লাম্বাসিঙ্গির গ্রামের যেদিকেই তাকাবেন, সেদিকে আপনার চোখ যাবে সাদা বরফে।
লাম্বাসিঙ্গি গ্রামটি পূর্বঘাট পর্বতের কোলে আছে। এই গ্রামটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘কোরা বায়ালু’। তেলুগু ভাষায় এই শব্দের অর্থ, বাইরে থাকলে যে কেউ ঠান্ডায় জমে যাবে। সমুদ্র থেকে লাম্বাসিঙ্গির অবস্থান মোটামুটি ১০২৫ মিটার উঁচুতে। চা কফি বাগান, স্ট্রবেরির খেত, আপেলের খামার, নানান প্রজাতির পশুপাখি আর গাছপালার সৌন্দর্য নজরে পড়ে সকলের। এই গ্রামে একবার গেলে প্রকৃতির এক অপরূপ সুন্দর রূপ দেখতে পাবেন।
এখন প্রশ্ন হল কীভাবে যাবে লাম্বাসিঙ্গিতে। এখানে যেতে চাইলে প্রথমে বিমানবন্দরে যেতে হবে। লাম্বাসিঙ্গি থেকে এর দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। আর রেলপথে যেতে চাইলে আপনাকে পৌঁছাতে হবে আনাকাপোল্লে রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে ৭২ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য লাম্বাসিঙ্গি। সেখানে উপভোগ করুন মনোরম পরিবেশ।