আর কদিনের মধ্যেই বরফ পড়বে দক্ষিণ ভারতে, সমুদ্রতটের কাছেই অবস্থিত এই গ্রামের নাম শুনলে অবাক হবেন

সারা বছর কুয়াশা আর শীতে বরফে ঢাকা থাকে লাম্বাসিঙ্গি গ্রাম। বিশাখাপত্তনমের এই গ্রামে তাপমাত্রা নেমে যায় -২ ডিগ্রি সেলসিয়াসে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন পূর্বঘাট পর্বতের কোলে অবস্থিত এই গ্রাম থেকে।

শীতের সময় হোক কিংবা গরমে- বরফের দেশে ঘুরতে যেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু, এই বরফ পেতে গেলে বছরের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আজ সুখবর রইল বরফ প্রেমীদের জন্য। হদিশ রইল একটি গ্রামের। যে গ্রামে গেলে ঠান্ডায় জমে যাবেন। গ্রামের নামেও আছে এই মানে।

জায়গার নাম লাম্বাসিঙ্গি। বিশাখাপত্তনমের সবুজ পাহাড়ি উপত্যকায় ঘেরা এই গ্রাম। শুধু শীত নয় এই লাম্বাসিঙ্গি গ্রাম সারা বছর ঢাকা থাকে ঘন কুয়াশায়। আর শীত পড়া মাত্রই তাপমাত্রার পারদ নামতেই তাকে চড়চড় করে। নামে মাইনাস ২ ডিগ্রিতে গিয়ে। আর যখনই লাম্বাসিঙ্গির গ্রামের যেদিকেই তাকাবেন, সেদিকে আপনার চোখ যাবে সাদা বরফে।

Latest Videos

লাম্বাসিঙ্গি গ্রামটি পূর্বঘাট পর্বতের কোলে আছে। এই গ্রামটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘কোরা বায়ালু’। তেলুগু ভাষায় এই শব্দের অর্থ, বাইরে থাকলে যে কেউ ঠান্ডায় জমে যাবে। সমুদ্র থেকে লাম্বাসিঙ্গির অবস্থান মোটামুটি ১০২৫ মিটার উঁচুতে। চা কফি বাগান, স্ট্রবেরির খেত, আপেলের খামার, নানান প্রজাতির পশুপাখি আর গাছপালার সৌন্দর্য নজরে পড়ে সকলের। এই গ্রামে একবার গেলে প্রকৃতির এক অপরূপ সুন্দর রূপ দেখতে পাবেন।

এখন প্রশ্ন হল কীভাবে যাবে লাম্বাসিঙ্গিতে। এখানে যেতে চাইলে প্রথমে বিমানবন্দরে যেতে হবে। লাম্বাসিঙ্গি থেকে এর দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। আর রেলপথে যেতে চাইলে আপনাকে পৌঁছাতে হবে আনাকাপোল্লে রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে ৭২ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য লাম্বাসিঙ্গি। সেখানে উপভোগ করুন মনোরম পরিবেশ। 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি