
উত্তরবঙ্গে এমন এক জায়গা লুকিয়ে আছে যেখানে আপনি এই নভেম্বর মাসে গেলে জাপানের বিখ্যাত গোলাপি ফুলে ভরা গাছ বা চেরি ব্লসম দেখতে পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন সেই জায়গা কোনটি?
এবার উত্তরবঙ্গেই লুকিয়ে আছে এমন এক স্বর্গীয় স্থান, যেখানে নভেম্বরের শুরুতে গেলে আপনি এই বিরল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চেরি ব্লসমের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আর দূর দূরান্তে পাড়ি দিতে হবে না।
শিলিগুড়ি শহর থেকে মাত্র আড়াই ঘণ্টা দূরত্বে কালিম্পং-এর বুকে লুকিয়ে আছে সেই মনোরম স্থান, যার নাম শেরপা গাঁও। পাহাড়প্রেমীদের কাছে এই জায়গাটি এক নতুন আকর্ষণ।
কীভাবে চেরি ব্লসম দেখবেন: শেরপা গাঁও ঘুরে দেখার পর আপনি নিজস্ব গাড়ি বা ভাড়া করা গাড়িতে চেপে রওনা হতে পারেন সামাবিয়াং টি গার্ডেনের উদ্দেশ্যে। নভেম্বর মাসেই এখানে গেলেই রাস্তার দু’পাশে এবং বাগানের মাঝে দেখতে পাবেন গোলাপি ফুলে ভরা চেরি ব্লসমের সারি।
যারা শিলিগুড়ি শহরের খুব কাছেই চেরি ব্লসমের অভিজ্ঞতা নিতে চান, তারা যেতে পারেন স্মৃতিবন পার্কে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে এই পার্কেও দেখা মিলতে পারে চেরি ব্লসমের।
পার্কে যাওয়ার সহজ পথ: তিনধরাই ক্রস করার ঠিক পরেই রাস্তার ডানদিকে আপনি পার্কটি খুঁজে পেতে পারেন এবং পাহাড়ের ঢালে চেরি ব্লসম দৃশ্য উপভোগ করতে পারেন। চেরি ব্লসমের জন্য টেমি, শিলং যাওয়ার প্রয়োজন হবে না।
ভারতের অন্যান্য যে স্থানগুলিতে চেরি ব্লসম দেখা যায়, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: শিলং, সিকিম এবং জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের কিছু এলাকা। তবে এবার নভেম্বরে উত্তরবঙ্গে এই দৃশ্য দেখার সুযোগ পর্যটকদের কাছে নতুন আকর্ষণ যোগ করবে।