টিকিট ছাড়া ভ্রমণ করা আইনত অপরাধ। তাই সবাই টিকিট কিনে থাকেন। কিন্তু পকেটে বা মানিব্যাগে রাখার সময়, অথবা বের করার সময় যদি টিকিটটি ছেঁড়ে যায়, তাহলে সেটি কি বৈধ থাকবে? এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেকেই। অনেকেই মনে করেন ছেঁড়া টিকিট বৈধ নয়, জরিমানা দিতে হবে, তাই নতুন টিকিট কিনে নেন। কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছেঁড়া টিকিটও বৈধ, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে।