ট্রেনের টিকিট হঠাৎ ছিঁড়ে গেলে কি ভ্রমণ করা যায়? জেনে নিন রেলের নিয়ম

Published : May 09, 2025, 11:56 PM IST

ট্রেনের টিকিট কেনার পরে যদি তা ছেঁড়ে যায়, তাহলে কী করবেন? এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কখনও? ভবিষ্যতে যদি এমনটা হয়, তাহলে ছেঁড়া টিকিট কি বৈধ থাকবে? জেনে নিন। 

PREV
15

টিকিট ছাড়া ভ্রমণ করা আইনত অপরাধ। তাই সবাই টিকিট কিনে থাকেন। কিন্তু পকেটে বা মানিব্যাগে রাখার সময়, অথবা বের করার সময় যদি টিকিটটি ছেঁড়ে যায়, তাহলে সেটি কি বৈধ থাকবে? এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেকেই। অনেকেই মনে করেন ছেঁড়া টিকিট বৈধ নয়, জরিমানা দিতে হবে, তাই নতুন টিকিট কিনে নেন। কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছেঁড়া টিকিটও বৈধ, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। 
 

25

আপনার কেনা টিকিট যদি ছেঁড়ে যায়, তাহলে চিন্তার কিছু নেই। টিকিটটি বৈধ থাকবে। তবে ছেঁড়া টিকিটের তথ্যগুলি যেন স্পষ্টভাবে পড়া যায়। টিকিট নম্বর, যাত্রার স্থান, ভাড়া, স্ট্যাম্প প্রতীক স্পষ্ট থাকতে হবে। এর কোনোটি যদি স্পষ্ট না থাকে, তাহলে কর্তৃপক্ষ টিকিটটি গ্রহণ করবেন না। আপনাকে জরিমানা দিতে হতে পারে। 

35

কী করবেন?

টিকিট কেবল একটি কাগজ। যে কোনও সময় ছেঁড়ে যেতে পারে। তাই টিকিট কেনার পরপরই গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট দেখা যায় এমনভাবে ছবি তুলে রাখুন। টিকিট ছেঁড়ে গেলেও, ছবিটি দেখিয়ে টিটিই-কে বুঝিয়ে বলতে পারবেন। 

45

ডিজিটাল টিকিটই ভালো

এখন সবই ডিজিটাল। অনলাইনে টিকিট কিনলে ঝামেলা কম। ভুলে টিকিট ডিলিট হয়ে গেলেও, রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপে তা সংরক্ষিত থাকে। আবার ডাউনলোড করলেই হবে। 

55

টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। শুধু জরিমানা দিলেই হবে, এমনটা ভাববেন না। জরিমানার সাথে জেলও হতে পারে। সাধারণ টিকিটের জন্য হাজার টাকা জরিমানা, কিংবা কয়েক মাসের জেল, কেন ঝুঁকি নেবেন?

click me!

Recommended Stories